ধর্ষণের মতো অপরাধে দেশে শাস্তির হার ২৬%, পরিসংখ্যান তুলে সরব অভিষেক
নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: দেশের প্রতিদিন প্রায় নব্বইজন মহিলা ধর্ষণের শিকার হন, পরিসংখ্যান তুলে ধরে দ্রুত আইন আনার দাবিতে সরব হয়েছিলেন অভিষেক, এবার ধর্ষণের মতো অপরাধে ভারতে শাস্তির হার তুলে ধরলেন তিনি। গত ১৫ দিনে ধর্ষণের বিচার চাইছে দেশ, আর তখনই গোটা দেশজুড়ে ঘটে চলেছে একের পর এক ধর্ষণ, শ্লীলতাহানি, নারী নিগ্রহের ঘটনা।
ভয়ঙ্কর বাস্তবের কথা তুলে ধরে এক্স (পূর্বতন টুইটার) পোস্টে অভিষেক লেখেন, “ধর্ষণ বিরোধী আইন চাই, যা পঞ্চাশ দিনের মধ্যে অপরাধীর বিচার শেষ করে, তৎক্ষণাৎ সাজা দেবে। কিন্তু আশ্চর্যজনক হলেও সত্যি ভারতে মাত্র ২৬ শতাংশ ক্ষেত্রে ধর্ষকদের শাস্তি হয়। অর্থাৎ প্রতি একশো ধর্ষণের ঘটনায় সাজা পান মাত্র ২৬ জন। বাকি ৭৪ জন অভিযুক্ত বিনা শাস্তিতে রেহাই পান।” তিনি আরও লেখেন, “আমরা যদি এই ভয়ঙ্কর অপরাধের শিকারদের ন্যায়বিচার দিতে চাই, তাহলে রাজ্য এবং কেন্দ্র সরকারের কাছে ধর্ষণ বিরোধী আইন দাবি করা অপরিহার্য। অন্য কিছু নিরর্থক, নিছক প্রতীকী ও শেষ পর্যন্ত অকার্যকর হয়ে পড়বে।