কলকাতা বিভাগে ফিরে যান

তিলোত্তমার প্রতি তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উৎসর্গ মমতার

August 28, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আরজি কর হাসপাতালে ধর্ষিতা এবং খুন হওয়া চিকিৎসকের প্রতি তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উৎসর্গ করলেন তৃণমূলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নির্যাতিতার পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে আরও একবার দ্রুত বিচারের দাবিতে সরব হয়েছেন তৃণমূলনেত্রী। দেশে যত মহিলা নির্যাতনের শিকার হয়েছেন, তাঁদের সকলের প্রতি দুঃখপ্রকাশ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ছাত্র-যুবদের উদ্দেশ্যে সামাজিক দায়িত্ব পালনের বার্তাও দিয়েছেন মমতা।

আজ, বুধবার টিএমসিপির প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে মেয়ো রোডে সমাবেশ রয়েছে। সমাবেশে থাকার কথা মমতার। খবর মিলেছে, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও মঞ্চে থাকবেন। এক্স হ্যান্ডেলে মমতা লেখেন, “আজ তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসটিকে আমি উৎসর্গ করছি আমাদের সেই বোনটিকে, যাঁকে আমরা কয়েক দিন আগে আরজি কর হাসপাতালে মর্মান্তিকভাবে হারিয়ে শোকাহত।”

তিনি আরও লেখেন, “আরজি করে আমাদের সেই যে বোনকে নির্মমভাবে নির্যাতন করে হত্যা করা হয়েছিল, তাঁর পরিবারের প্রতি আন্তরিকতম সমবেদনা জানিয়ে এবং দ্রুততম গতিতে সেই ঘটনার সুবিচার চেয়ে, সেই সঙ্গে সারা ভারতে সকল বয়সের যত নারী যেখানে যত অমানসিক ঘটনার শিকার হয়েছেন, তাঁদের সকলের জন্য আমরা হৃদয়ের অন্তঃস্থল থেকে আমাদের দুঃখ জ্ঞাপন করি।”

তরুণ প্রজন্মকে সামাজিক দায়িত্ব পালনের কথাও স্মরণ করিয়ে তৃণমূলনেত্রী লিখেছেন, “ছাত্র-ছাত্রী, যুবক-যুবতীদের একটা বড় সামাজিক ভূমিকা আছে। সমাজ ও সংস্কৃতিকে জাগ্রত রাখার মধ্যে দিয়ে নতুন দিনের স্বপ্ন উপহার দেওয়া এবং চারপাশের সকলকে নতুন দিনের উজ্জ্বল ব্রতে উদ্বুদ্ধ করাই ছাত্র সমাজের কাজ। আজকের দিনে তাঁদের সকলের প্রতি আমার আবেদন, এই প্রচেষ্টায় উদ্বুদ্ধ হন, ব্রতী থাকুন।”

TwitterFacebookWhatsAppEmailShare

#Chhatra Parishad, #tmc Chhatra Parishad, #Tilottama, #Mamata Banerjee, #TMCP Foundation Day, #Foundation Day

আরো দেখুন