নিরালায় সময় কাটিয়ে আসুন রায়মাটাং থেকে 

শহুরে কোলাহল থেকে অনেকটা দূরে প্রকৃতির কোলে সময় কাটাতে চাইলে চলে যান রায়মাটাং। এখানে আসার সবচেয়ে উপযুক্ত সময় শীতকাল।

September 4, 2020 | < 1 min read
Published by: Drishti Bhongi

একদিকে খরস্রোতা রায়মাটাং নদী, অপরদিকে ভুটান পাহাড়ের হাতছানি। ছবির মতো সাজানো একটি পাহাড়ি গ্রাম।

আলিপুরদুয়ার থেকে ৪৫ কিলোমিটার দূরে বক্সারের পশ্চিমে রায়মাটাং। কয়েক বছর আগেই রায়মাটাংকে পর্যটন কেন্দ্র হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। সবুজ বনানী, আঁকাবাঁকা নদী, ঢেউ খেলানো বিস্তৃত চা বাগান, আর আকাশছোঁয়া পাহাড় একসঙ্গে। ওয়াচ টাওয়ার থেকেও এর সৌন্দর্য উপভোগ করা যায়। 

এখানে জঙ্গল সাফারি ছাড়াও আছে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি। আছে ইবিসবিল, রেড স্টার, ব্ল্যাক স্টোরক, ছাড়াও অজস্র পাখি- যেন এক পাখি রাজ্য। এছাড়াও দেখা মিলবে প্রচুর প্রজাপতির। শহুরে কোলাহল থেকে অনেকটা দূরে প্রকৃতির কোলে সময় কাটাতে চাইলে চলে যান রায়মাটাং। এখানে আসার সবচেয়ে উপযুক্ত সময় শীতকাল। 

তবে খেয়াল রাখবেন ভারী বর্ষণের কারণে জুলাই থেকে সেপ্টেম্বর অবধি ফরেস্ট বন্ধ থাকে। তাই সেই সময়টা এড়িয়ে যাওয়াই ভাল। শরীর ও মনকে ঠান্ডা করার মোক্ষম দাওয়াই এবার একসঙ্গে আপনার নাগালের মধ্যেই।  

কিভাবে যাবেন

হাওড়া বা শিয়ালদা থেকে আলিপুরদুয়ারগামী ট্রেনে আলিপুরদুয়ার চলে যান। সেখান থেকে বাসে বা গাড়িতে চলে যান কালাচিনি। সেখান থেকে ভাড়ার গাড়িতে রায়মাটাং। আলিপুরদুয়ার থেকে গাড়ি ভাড়া করে সোজাও চলে যেতে পারেন রায়মাটাং।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen