রাষ্ট্রপতিকে প্রশ্ন কুণালের, কী জানতে চাইলেন তিনি?
নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: বুধবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেন,”নির্ভয়া কাণ্ড ঘটেছে ১২ বছর আগে। এতদিনেও মেয়েদের উপর এমন অত্যাচার বন্ধ করা গেল না। এটা খুবই দুর্ভাগ্যজনক।” সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে রাষ্ট্রপতি এও জানান, আরজি কর মেডিক্যাল কলেজের ঘটনায় তিনি হতাশ ও খুবই আতঙ্কিত। ক্ষোভে ফেটে পড়ে রাষ্ট্রপতি বলেন, “এনাফ ইজ এনাফ (যথেষ্ট হয়েছে), মহিলাদের উপর অত্যাচার আর বরদাস্ত নয়।”
রাষ্ট্রপতির এই বক্তব্যের প্ররিপ্রেক্ষিতে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ সামাজিক মাধ্যমে একটি পোস্ট করেন। সেখানে তিনি লেখেন, মাননীয়া রাষ্ট্রপতি আরজি কর হাসপাতালের মর্মান্তিক ঘটনা প্রসঙ্গে যা বলেছেন তা আমরা শুনেছি। আমরা তাঁকে সম্মান করি। কিন্তু ম্যাডাম, আমরা কি সম্মানের সাথে জিজ্ঞাসা করতে পারি- উন্নাও, হাতরাস, মণিপুর এবং বিলকিসের ঘটনাগুলি আপনাকে বিরক্ত করেনি? নাকি ওড়িশা, মহারাষ্ট্র ও উত্তরাখণ্ডের ঘটনা? সাক্ষী মালিকের মতো আমাদের চ্যাম্পিয়নদের প্রতিবাদে আপনি চুপ ছিলেন না? বিজেপির বিরুদ্ধে কথা বলা কি কঠিন?