বক্তব্যের ভুল ব্যাখ্যা, সমাজ মাধ্যমে সরব মমতা বন্দ্যোপাধ্যায়
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বিগত দু-সপ্তাহে সমাজ মাধ্যমজুড়ে ভুয়ো খবরের বন্যা বয়ে গিয়েছে। নানা মাধ্যমে বিভ্রান্তিকর প্রচার চলছে, রাজনৈতিক ফায়দা তুলতে; এমনই অভিযোগ উঠছে। নিজের বক্তব্যের ভুল ব্যাখ্যা নিয়ে সরব হলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। সমাজ মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, “গতকাল আমাদের ছাত্রদের অনুষ্ঠানে আমি যে বক্তৃতা দিয়েছিলাম তা নিয়ে কিছু প্রিন্ট, ইলেক্ট্রনিক এবং ডিজিটাল মিডিয়াতে বিভ্রান্তিমূলক প্রচার চলছে। আমি স্পষ্ট করে দিতে চাই যে, আমি (মেডিকেল ইত্যাদি) ছাত্রদের বা তাঁদের আন্দোলনের বিরুদ্ধে একটি শব্দও উচ্চারণ করিনি। আমি তাঁদের আন্দোলনকে সম্পূর্ণ সমর্থন করি। তাঁদের আন্দোলন সঙ্গত। আমি কখনই তাঁদের হুমকি দেইনি, যেমন কিছু লোক আমাকে অভিযুক্ত করছে। এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।”
এক্স পোস্টে মমতা আরও লেখেন, “আমি বিজেপির বিরুদ্ধে কথা বলেছি। আমি তাদের বিরুদ্ধে কথা বলেছি কারণ, কেন্দ্রের সমর্থনে তারা আমাদের রাজ্যের গণতন্ত্রকে হুমকি দিচ্ছে এবং নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে। কেন্দ্রের সমর্থনে, তারা অনাচার তৈরি করার চেষ্টা করছে এবং আমি তাদের বিরুদ্ধে আমার আওয়াজ তুলেছি।”
তিনি লেখেন, “আমি আরও স্পষ্ট করছি যে আমি গতকাল আমার বক্তৃতায় যে বাক্যাংশটি ব্যবহার করেছি তা শ্রী রামকৃষ্ণ পরমহংসের একটি উদ্ধৃতি। কিংবদন্তি সাধক বলেছিলেন, মাঝে মাঝে আওয়াজ তুলতে হয়। অপরাধ ও অপরাধীরা যখন সরব হয়, তখন প্রতিবাদের আওয়াজ তুলতে হবে।”