রাজ্য বিভাগে ফিরে যান

বিবাহবার্ষিকী বা জন্মদিনে কচিকাঁচাদের খাওয়াতে চান? ব্যবস্থা করছে শিক্ষাদপ্তর

August 29, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: অনেকেই নিজের বিবাহবার্ষিকী বা জন্মদিনে কচিকাঁচাদের খাওয়াতে চান। সাধ থাকলেও তা সব সময় পূরণ হয় না। বেশ কয়েকজন কচিকাঁচাকে জোগাড় করা সম্ভব হয়ে ওঠে না। ইচ্ছা পূরণ করতে এবার আর কোনও সমস্যা হবে না। বিশেষ দিনে যে কেউ স্কুলের ছেলেমেয়েদের খাওয়াতে পারবেন। তার জন্য স্কুলের অনুমতি প্রয়োজন। এবার থেকে ইচ্ছে হলে মিড ডে মিলের খাবারে চিকেন, মাটন বা ইলিশ খাওয়াতে পারবেন যে কেউ। তবে ফাস্টফুড খাওয়ানো যাবে না। শিক্ষাদপ্তর থেকে গাইডলাইন দেওয়া হয়েছে।

এই কর্মসূচির নাম দেওয়া হয়েছে ‘তিথি ভোজন’। স্কুল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে, যে কেউ তাঁদের জীবনের বিশেষ তিথিতে কচিকাঁচাদের খাওয়াতে পারবেন। মেনুতে স্বাস্থ্যকর যেকোনও খাবার থাকতে পারে। ফাস্টফুড জাতীয় খাবার পাতে দেওয়া যাবে না। তিথি ভোজন কর্মসূচি সফল করতে অনেকেই এগিয়ে আসবেন বলে আশাবাদী শিক্ষা দপ্তর।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #schools, #Tithi Bhojan, #mid-day meal

আরো দেখুন