রাজ্য বিভাগে ফিরে যান

আগামী শনিবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে না-যাওয়ার নির্দেশ

August 29, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আবারও বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হচ্ছে। উত্তর বঙ্গোপসাগরে ঘণ্টায় সর্বোচ্চ ৫৫ কিমি গতিবেগে ঝোড়ো হাওয়া বয়ার সম্ভাবনা রয়েছে। আগামী শনিবার পর্যন্ত রাজ্যের উপকূলবর্তী এলাকার মৎস্যজীবীদের সমুদ্রে না-যাওয়ার জন্য সতর্ক করেছে হাওয়া অফিস। যেসব মৎস্যজীবী এখন সমুদ্রে আছেন, তাঁদের বৃহস্পতিবারের মধ্যে ফিরে আসার পরামর্শ দেওয়া হয়েছে। এই নিম্নচাপটি উত্তর অন্ধ্র ও দক্ষিণ ওড়িশা উপকূলের দিকে যেতে পারে। নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলেও জানিয়েছে আবহাওয়া দপ্তর।

আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের জন্য ভারী বৃষ্টির কোনও সতর্কবার্তা নেই। পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে ইতিমধ্যেই একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। যা শক্তি বাড়িয়ে পূর্ব-মধ্য ও সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরের উপর নিম্নচাপে পরিণত হতে পারে। যার অবস্থান পশ্চিমবঙ্গ উপকূল থেকে অনেকটা দূরেই। তাই দক্ষিণবঙ্গে এর বিশেষ প্রভাব পড়বে না। তবে বর্ষাকালের সাধারণ বৃষ্টি চলবেই।

TwitterFacebookWhatsAppEmailShare

#fishermen, #Fishermen Trawler

আরো দেখুন