বাড়িতে আটকে আয়াকে যৌন নির্যাতনের অভিযোগ, গণপিটুনির পর গ্রেপ্তার BJP নেতা

জানা গিয়েছে, পানিহাটি নাটাগর এলাকায় এক মহিলাকে আটকে রেখে যৌন নির্যাতন চালানোর অভিযোগ ওঠে এলাকার বিজেপি নেতা স্পন্দন দাসের বিরুদ্ধে।

August 29, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বাড়িতে আটকে রেখে আয়াকে যৌন নির্যাতনের অভিযোগ উঠল পানিহাটিতে। অভিযোগ উঠল বিজেপি নেতার বিরুদ্ধে। অভিযুক্ত বিজেপি নেতাকে ধরে গণপিটুনি দেয় এলাকাবাসী। এলাকায় উত্তেজনা ছড়াতেই ঘটনাস্থলে পৌঁছয় ঘোলা থানার পুলিশ। কিছুক্ষণেই মধ্যেই তাঁকে গ্রেপ্তার করা হয়।

জানা গিয়েছে, পানিহাটি নাটাগর এলাকায় এক মহিলাকে আটকে রেখে যৌন নির্যাতন চালানোর অভিযোগ ওঠে এলাকার বিজেপি নেতা স্পন্দন দাসের বিরুদ্ধে। টালিগঞ্জের ওই মহিলাকে আয়ার কাজ করানোর জন্য বাড়িতে নিয়ে আসেন ওই বিজেপি নেতা। বাড়িতে নিয়ে এসে সারারাত ধরে চলে যৌন নির্যাতন। কোনওমতে মেয়েটি বাড়ি থেকে পালিয়ে এলাকার বাসিন্দাদের বিজেপি নেতার কুকীর্তির কথা জানায়। তারপর এলাকার বাসিন্দারা হাতেনাতে ধরে ফেলে বিজেপি নেতাকে।

স্থানীয় বাসিন্দাদের দাবি, বিজেপি নেতা পালানোর চেষ্টা করে ব্যর্থ হয়। রাস্তায় ফেলে ব্যাপক গণপিটুনি দেওয়া হয় তাঁকে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে গোটা এলাকায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছে ঘোলা থানার পুলিশ অভিযুক্ত বিজেপি নেতাকে গ্রেপ্তার করে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen