খেলা বিভাগে ফিরে যান

এবার দ্রোণাচার্যের ভূমিকায় জাহির খান, কাদের শেখাবেন তিনি?

August 30, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: এবার গুরু দ্রোণাচার্যের ভূমিকায় দেখা যাবে জাহির খানকে। জার্সি নম্বর একই রয়েছে, ৩৪। বদলেছে শুধু ভূমিকা, এখন লখনউ সুপার জায়ান্টসে মেন্টর হলেন জ্যাক। জাহির খানকে বোলিং কোচ এবং ক্রিকেটার স্কাউটের ভূমিকাতে দেখা যাবে। কার্যত দলের গুরু দায়িত্ব এখন ৪৫ বছর বয়সি প্রাক্তন বাঁ হাতি পেসারের হাতে।

লখনউ টিম নিয়ে বিস্তর ধোঁয়াশা, রাহুল অধিনায়ক হিসাবে থাকবেন কিনা সংশয়ে রয়েছে। সঞ্জীব গোয়েঙ্কা অবশ্য লোকেশকে ‘ফ্যামিলি ও দলের অবিচ্ছেদ্য অংশ’ হিসেবে চিহ্নিত করলেন। তবে কখন কোন দলে কী হয়? তা জানা মুশকিল। লোকেশের ভবিষ্যৎ নিয়ে জল্পনা থেকেই গেল। কোচ জাস্টিন ল্যাঙ্গার থাকছেন। জন্টি রোডস, ল্যান্স ক্লুজনারও থাকছেন সাপোর্ট স্টাফ হিসেবে।

গৌতম গম্ভীরের ছেড়ে যাওয়ার পর জাহিরের উপর ভরসা রাখছে এলএসজি। জাহিরের কথায়, “অপেক্ষাকৃত নতুন ফ্র্যাঞ্চাইজি হলেও লখনউ এর মধ্যে দু’বার প্লে-অফে উঠেছে। প্রত্যেক ক্রিকেটার যাতে সেরাটা মেলে ধরতে পারে সেদিকে লক্ষ্য রাখব। ফ্র্যাঞ্চাইজি যাতে জয়ের পথে চলতে পারে তার জন্য চেষ্টায় কোনও ফাঁকি রাখব না। আশা করছি এ মরশুম লখনউয়ের জন্য হয়ে উঠবে ভেরি ভেরি স্পেশ্যাল।”

TwitterFacebookWhatsAppEmailShare

#indian premier league, #Lucknow super giants, #Zaheer Khan

আরো দেখুন