নারী নির্যাতনে অভিযুক্ত রাজ্যপাল বোসের অপসারণের দাবিতে ফের সরব তৃণমূল
নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: বাংলার রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগ উঠেছে। তা সত্ত্বেও তাঁকে কেন ‘বদল’ করা হল না? প্রশ্ন তুলেছিলেন খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার ফের তাঁকে সরানোর দাবি তুলল রাজ্যের শাসকদল। বৃহস্পতিবার বিকেলে হঠাৎই দিল্লি গিয়েছেন সিভি আনন্দ বোস। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ করতেই তাঁর এই সফর বলে খবর। ওই বিকেলেই তৃণমূলের তরফে শাহের কাছে বাংলা সাংবিধানিক প্রধান বদল করার দাবি জানানো হল।
চলতি বছরের ২ মে রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ আনেন রাজভবনের এক অস্থায়ী মহিলা কর্মচারী। পুলিশে অভিযোগ জানানোই নয়, সুবিচারের জন্য তিনি দ্বারস্থ হন দেশের শীর্ষ আদালতের। ৩ জুলাই সুপ্রিম কোর্টে রিট পিটিশন দাখিল করেন ওই ‘নির্যাতিতা’। রাজ্যপালের সাংবিধানিক রক্ষাকবচ নিয়েও তিনি প্রশ্ন তুলেছেন। তৃণমূল ছাত্র পরিষদের সভায় মমতা বলেন, “রাজভবনের ওই মহিলা কর্মী বিচার পাননি। ট্রমা অবস্থায় ছিলেন। তাঁকে রাজভবন থেকে অন্যত্র সরিয়ে নিয়ে গিয়ে আমরা চাকরি দিয়েছি, থাকবার ব্যবস্থা করে দিয়েছে।”
বৃহস্পতিবার তৃণমূল নেতা কুণাল ঘোষ দাবি করেন, “যাঁর বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগ, সেই সিভি আনন্দ বোসকে রাজ্যপাল পদ থেকে অবিলম্বে বরখাস্ত করুন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর উচিত রাজ্যপালকে আইন এবং বিচারের মুখে ফেলে দেওয়া।”
রাজভবন সূত্রে খবর, সিভি আনন্দ বোসকে তড়িঘড়ি ডেকে পাঠিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তার আগে দুপুরে রাজ্যপালের সঙ্গে দেখা করেন বিজেপির বর্তমান ও প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ। আইনশৃঙ্খলা রক্ষায় রাজ্যপালের হস্তক্ষেপ দাবি করেন তাঁরা।