চুরি যাওয়া স্মার্টফোন উদ্ধার হবে সহজেই, জানুন আপনাকে কী করতে হবে?

আজকাল স্মার্টফোন জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে।

September 1, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi
স্মার্ট ফোনের বিক্রি কমেছে

আজকাল স্মার্টফোন জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। কেবল ফোনে কথা বলা বা সোশ্যাল মিডিয়া নয়! স্মার্টফোন আজ আর্থিক লেনদেন থেকে শুরু করে বিনোদনের গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে। এহেন জরুরি স্মার্টফোন চুরি হয়ে গেলে বা হারিয়ে গেলে, আতান্তরে পড়তেই হয়। চুরি করেই চোর প্রথমে স্মার্টফোন সুইচ অফ বা বন্ধ করে দেয়।
ফলে ফোন কোথায় তা জানা যায় না।

ফোনে থাকা ব্যক্তিগত তথ্য, ছবি, ভিডিও, ব্যাঙ্কের তথ্য, পাসওয়ার্ড সব চোরের হাতে গিয়ে পড়ে। এসব সমস্যা দূর করতে একটি গুরুত্বপূর্ণ ফিচার চালু করতে হবে ফোনে। অ্যান্ড্রয়েড ফোনে অপারেটিং সিস্টেম ১৩-র বেশি উন্নত হলে ফোন সেটিংসে গিয়ে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি ফিচার অন করতে হবে।

ট্যাপ করতে হবে মোর সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি অপশন। Required Password to Power Off অপশন বেছে নিলেই চালু হবে এই ফিচার। এটি চালু থাকলে যে কেউ আর ফোন বন্ধ করতে পারবে না। ফোন বন্ধ করতে পাসওয়ার্ড লাগবেই।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen