রাজ্য বিভাগে ফিরে যান

বিচার চাই, নৈরাজ্য নয়- বাংলার মর্যাদা রক্ষার দাবিতে সরব দেশ বাঁচাও গণমঞ্চ

August 30, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: বাংলার মর্যাদা রক্ষার দাবিতে সোচ্চার হলেন বাংলার শিল্পী-সাহিত্যিক-বুদ্ধিজীবীদের দেশ বাঁচাও গণমঞ্চ। তাঁদের দাবি, বিচার চাই, নৈরাজ্য নয়। বৃহস্পতিবার প্রেসক্লাবে মঞ্চের তরফে সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। রাজ্যে বিরোধীদের হিংসা ও তাণ্ডব সৃষ্টির চেষ্টার বিরুদ্ধে সরব হয়েছে মঞ্চ। ১৭দিন পেরিয়ে গেলেও কেন অভিযুক্তদের শাস্তি হল না, কেন সিবিআই তদন্তে সাফল্য পাচ্ছে না, প্রশ্ন তুলছেন তাঁরা। তাঁদের স্পষ্ট দাবি, দেশজুড়ে নিত্যদিনের নারী নির্যাতনে এবার দাঁড়ি পড়ুক। কঠোর শাস্তির মাধ্যমে ধর্ষকদের শাস্তি হোক। কিন্তু বাংলার ঘটনাকে সামনে রেখে যেন নৈরাজ্য সৃষ্টির চেষ্টা না-হয়।

সাংবাদিক সম্মেলনে হাজির ছিলেন সাংবাদিক সুমন ভট্টাচার্য, পূর্ণেন্দু বসু, পরিচালক হরনাথ চক্রবর্তী, সুদেষ্ণা রায়, পশ্চিমবঙ্গ শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন অনন্যা চক্রবর্তী, গায়ক সৈকত মিত্র। হরনাথ চক্রবর্তীর মতে, এ ধরণের ঘটনায় নিন্দার ভাষা নেই। চিকিৎসককে হত্যা ও নির্যাতনের তদন্ত হোক, শাস্তি পাক নির্যাতনকারীরা। সেই ঘটনার জন্য যেন হাসপাতালে হাসপাতালে রোগীদের ভোগান্তি না হয়।

দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তোলেন বাংলার বুদ্ধিজীবীরা। তাঁদের প্রশ্ন, ১৭ দিন হল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এই ঘটনার তদন্তের ভার নিয়েছে, তদন্তের গতিপ্রকৃতি কি তা জানানো হোক। দ্রুত তদন্ত শেষ করে দোষীদের শাস্তির দাবি তোলেন তাঁরা। ছাত্র সমাজের আড়ালে নবান্ন অভিযানের বিশৃঙ্খলা ও তারপর দিন বনধ ডেকে জনজীবন বিপর্যস্ত করার পরিকল্পনা নেওয়া হয় বলেও অভিযোগ করেন তাঁরা। সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ফেক নিউজ ও ভুয়ো তথ্য ছড়িয়ে উত্তেজনা তৈরীর চেষ্টা চলছে তার বিরুদ্ধে পুলিশ যেন ব্যবস্থা নেয় সেই আবেদন জানান মঞ্চের সদস্যরা।

TwitterFacebookWhatsAppEmailShare

#Bengal, #Desh Bachao Gana Mancha, #West Bengal

আরো দেখুন