ভাটরা বিল হয়ে উঠেছে মিনি দীঘা, নৌকা বিহারে মজেছে পর্যটকেরা

৮ থেকে ৮০ সব্বার গন্তব্য হয়ে উঠেছে এই বিল। উইকেন্ডে রীতিমতো থিকে থিকে ভিড় থাকে।

August 31, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বিলেই মিলছে সমুদ্রের আমেজ। পর্যটকদের কাছে ভাটরা বিল হয়ে উঠেছে মিনি দীঘা। পুরাতন মালদার সাহাপুর অঞ্চলে রয়েছে এই বিল। এ’বছর বর্ষায় এখানে ভিড় জমাচ্ছেন পর্যটকরা। ৮ থেকে ৮০ সব্বার গন্তব্য হয়ে উঠেছে এই বিল। উইকেন্ডে রীতিমতো থিকে থিকে ভিড় থাকে। ৩০ টাকায় টিকিট কাটলে ভাটরা বিলে বেড়ানোর সুযোগ মেলে।

পুরাতন মালদার সাহাপুর পঞ্চায়েতের ভাটরা এলাকায় রয়েছে এই বিল। ভাটরা বিলে নদীর জল প্রবেশ করায় তা সমুদ্রের আকার নিয়েছে। ফলে বিলের এপার থেকে ওপার কিছুই দেখা যায় না। মালদা জেলা ছাড়াও আশপাশের জেলা থেকেও মানুষ আসছেন মিনি দীঘায়।

ভিড়ের জেরে পুলিশ নজরদারি বাড়িয়েছে। গরম কালে জল না-থাকলেও ভরা বর্ষায় টইটম্বুর থাকে বিল। দীঘা যেতে না-পারলেও মিনিদিঘায় নৌকা বিহার করে আলাদা আনন্দ উপভোগ করছেন ভ্রমণপিপাসুরা।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen