রাজ্য বিভাগে ফিরে যান

আরজি কর কাণ্ডে সেদিন সেমিনার হলের ভিড়ে কারা ছিলেন, ছবি দেখিয়ে তার ব্যাখ্যা দিল পুলিশ

August 30, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একাধিক ছবি, ভিডিওয় দেখা গিয়েছে আরজি করে সেমিনার হলে বহু মানুষের জমায়েত। সেমিনার হলে যে জায়গায় মহিলা চিকিৎসকের দেহ উদ্ধার হয়েছিল। যদিও পুলিশ সেই দাবি বার বার নস্যাৎ করেছে। শুক্রবার আরও দুটি ছবি দেখিয়ে সেমিনার হলের কর্ডন প্রসঙ্গে ব্যাখ্যা দিলেন ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায়।

সাংবাদিক বৈঠক করে এদিন তিনি জানিয়েছেন, ওই জায়গায় কোনও বাইরের লোক ছিলেন না। যারা ছিলেন তাঁরা পুলিশের লোক এবং তদন্তের জন্যই কাজ করছিলেন। ইন্দিরা মুখোপাধ্যায় দু’টি ছবিও দেখান। ভিড়ের মধ্যে কারা ছিলেন তার ব্যাখ্যা দেন তিনি। বলেন, যে অংশ ঢাকা দেওয়া হয়েছে তার পিছনেই ছিল মৃতদেহ। এবার তার আশেপাশে যাঁদের দেখা যাচ্ছে তাঁরা অধিকাংশ কলকাতা পুলিশের লোক। তাঁর কথায়, যে ছবি বা ভিডিও ভাইরাল হয়েছে এবং সেখানে যাঁদের দেখা যাচ্ছে তাঁদের মধ্যে রয়েছেন গোয়েন্দা বিভাগের ভিডিয়োগ্রাফার, পুলিশ কমিশনার, ফরেন্সিক বিভাগের সদস্য, টালা থানার পুলিশ কর্মী, ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞ।

TwitterFacebookWhatsAppEmailShare

#IPS Indira Mukherjee, #RG Kar Hospital, #RG Kar case, #RG Kar Hospital Incident, #seminar hall

আরো দেখুন