দেশ বিভাগে ফিরে যান

সুপ্রিম কোর্টে বাড়ছে মামলার পাহাড়, ৮৩ হাজার মামলার ফয়সলা এখনও হয়নি

September 1, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: সুপ্রিম কোর্টে দিনের পর দিন ধুলোভরা ফাইলে বাড়তে থাকছে মামলার পাহাড়। সুপ্রিম কোর্টে দিনের পর দিন ধুলোভরা ফাইলে বাড়তে থাকছে মামলার পাহাড়। এখনও ৮৩ হাজার মামলার ফয়সলা হয়নি। সময়ের সঙ্গে সঙ্গে বিচারপতির সংখ্যা বেড়েছে। কিন্তু পরিস্থিতির কোনও বদল হয়নি।

তথ্য বলছে, বিগত এক দশকে আটগুণ বৃদ্ধি পেয়েছে মামলা জমার হার। এর জেরে এখনও ঝুলে রয়েছে ৮৩ হাজার মামলার। এপর্যন্ত যা সর্বাধিক। বিচারপতির সংখ্যা বাড়লেও বকেয়া মামলার সংখ্যায় তার কোনও প্রভাব পড়েনি। ২০০৯ সালে সুপ্রিম কোর্টের বিচারপতির সংখ্যা ২৬ থেকে বেড়ে হয় ৩১। আশা করা হয়েছিল বিচারাধীন মামলার সংখ্যা কমবে। কিন্তু উল্টে তা আরও বৃদ্ধি পায়। ২০১৩ সালে বাকি থাকা মামলার সংখ্যা ৫০ হাজার থেকে বেড়ে হয় ৬৬ হাজার। ২০১৪ সালে প্রধান বিচারপতি পি সদাশিবম ও আর এম লোধার সময় সংখ্যাটা একটু কমেছিল। ২০১৭ সালের মধ্যে তা আরও কমে হয় ৫৬ হাজার। কিন্তু ২০১৮ সালে প্রধান বিচারপতি দীপক মিশ্রের সময় থেক ফের সংখ্যাটা বাড়তে থাকে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Pending cases, #supreme court, #Supreme Court of India, #cases

আরো দেখুন