কলকাতা বিভাগে ফিরে যান

CBI-র কাছে বিচার চেয়ে সিজিও কমপ্লেক্স অভিযান চিকিৎসকদের

September 1, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: সিবিআই তদন্তের গতিপ্রকৃতি জানতে শনিবার সিজিও কমপ্লেক্স অভিযানে সামিল হলেন জয়েন প্ল্যাটফর্ম অব ডক্টরস ওয়েস্ট বেঙ্গল চিকিৎসক সংগঠনের চিকিৎসকেরা। সল্টলেকের ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিলের অফিসের সামনে থেকে চিকিৎসকদের মিছিল আরম্ভ হয়। স্লোগান উঠতে থাকে— শুনে রাখ সিবিআই, তিলোত্তমার বিচার চাই। কার্যত সিজিও কমপ্লেক্স ঘিরে ফেলেন চিকিৎসকেরা।

শনিবার সন্ধ্যায় সল্টলেকে সিজিও কমপ্লেক্সে সিবিআই দপ্তরের সামনে মিছিল এসে উপস্থিত হয়। দীর্ঘক্ষণ তাঁরা স্লোগান দেন। চিকিৎসকদের একটি প্রতিনিধি দল সিবিআই দপ্তরে আধিকারিকদের সঙ্গে দেখা করেন। সিজিও কমপ্লেক্সের বাইরে বিশাল সংখ্যায় বিধাননগর পুলিশ মোতায়েন ছিল। প্রায় আট হাজারেরও বেশি চিকিৎসক মিছিলে ছিলেন বলে দাবি জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস সংগঠনের।

উল্লেখ্য, হাইকোর্টের নির্দেশে কলকাতা পুলিশের হাত থেকে তদন্তভার সিবিআইয়ের হাতে যাওয়ার পরও কেটে গিয়েছে ১৮ দিন। তদন্তের অগ্রগতি সম্পর্কে আজও অন্ধকারে সকলে। নতুন করে কেউ গ্রেপ্তার হয়নি। এবার ডাক্তাররাও পথে নেমে সিবিআই দপ্তর ঘেরাও করে জবাব চাইতে শুরু করল।

TwitterFacebookWhatsAppEmailShare

#doctors, #cgo complex, #RG Kar Medical College Hospital

আরো দেখুন