ট্রেন বাতিল, প্রশ্ন পরিষেবা নিয়ে! কিন্তু ফাইন কেটে কোষাগার ভরাচ্ছে রেল
নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: নানা রুটে নিত্যদিন ট্রেন বাতিল লেগেই আছে, পরিষেবা নিয়েও না-খুস যাত্রীরা সঙ্গে রয়েছে একের পর এক প্রাণঘাতি ট্রেন দুর্ঘটনা। কিন্তু রেল ব্যস্ত ফাইন করে ভাঁড়ার ভর্তি করতে।
পূর্ব রেল জানিয়েছে, চলতি বছর ১ আগস্ট থেকে ২০ আগস্ট পর্যন্ত সময়সীমায় শুধুমাত্র শিয়ালদহ স্টেশনে বিনা টিকিটের যাত্রীদের থেকে জরিমানা-বাবদ ১ কোটি ৩ লক্ষ টাকা আদায় করা হয়েছে। ২০ দিনে বিনা টিকিটে শিয়ালদহ স্টেশনে ধরা পড়েছেন অন্তত ৪০ হাজার যাত্রী, দিনে গড়ে ২ হাজারের বেশি। বিনা টিকিটের যাত্রীদের থেকে ন্যূনতম ২৫০ টাকা জরিমানা হিসেবে আদায় করা হয়। ফলে রেলের ‘লক্ষ্মীলাভ’ ভালই হল।
রেল সূত্রে খবর, এই একই সময়ে অর্থাৎ ২০২৩-এর ১ আগস্ট থেকে ২০ আগস্ট সময়সীমায় শিয়ালদহে ৩৫ হাজার বিনা টিকিটের যাত্রী ধরা পড়েছিলেন। বিনা টিকিটের যাত্রীর সংখ্যা ১৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে এক বছরে। জরিমানা হিসেবে আদায় করা অর্থের পরিমাণ বেড়েছে প্রায় ১৪ শতাংশ।
যথাযথ টিকিট কেটে সসম্মানে ট্রেনে ভ্রমণ করার জন্য রেলের তরফে অনুরোধ করা হয়েছে।