রাজ্য বিভাগে ফিরে যান

পড়ুয়াদের স্কুলমুখী করে ও বাল্যবিবাহ রোধ করে শিক্ষা রত্ন পাচ্ছেন আব্দুল মতিন মল্লিক

September 3, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: মগরাহাটের মড়াপাই সেন্ট প্যাট্রিক্স হাইস্কুলে পড়ুয়া ছিল ১৫০০-র বেশি; কিন্তু লকডাউনের জেরে সংখ্যা কমে আসে প্রায় ১৩০০-তে। চিন্তায় পড়ে গিয়েছিলেন প্রধান শিক্ষক আব্দুল মতিন মল্লিক। ছাত্রছাত্রীদের আবার স্কুলমুখো করার ব্রত নেন তিনি। কাজে সফলও হয়েছেন। গত তিন-চার বছরে চারটি বাল্যবিবাহ রোধ করতেও অগ্রণী ভূমিকা নিয়েছিলেন তিনি। তাঁর কাজের স্বীকৃতি দিতে চলেছে রাজ্য শিক্ষাদপ্তর। শিক্ষক দিবসে তাঁকে শিক্ষারত্ন দেওয়া হবে বলে ঘোষণা করা হয়েছে। দক্ষিণ ২৪ পরগনা থেকে একমাত্র তিনিই এই পুরস্কার পাচ্ছেন।

আব্দুল মতিন জানান, তাঁর স্কুলে অষ্টম থেকে দশম শ্রেণিতে স্কুলছুটের হার বেড়ে গিয়েছিল। তাদের স্কুলমুখো করতে স্থানীয় পঞ্চায়েত, অভিভাবক-সহ বিভিন্ন মহলে কথা বলেন প্রধান শিক্ষক। গ্রামে গ্রামে ঘুরে বৈঠক করেন। যেসব পরিবারের ছেলেমেয়েরা স্কুল যাওয়া বন্ধ করে দিয়েছিল, তাদের কাছে পৌঁছন। বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধে কীভাবে পাওয়া যাবে, তা তুলে ধরেন প্রধান শিক্ষক। সাফল্য মেলে। এখন স্কুলে পড়ুয়ার সংখ্যা ফের ১৫০০ কাছাকাছি চলে এসেছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Child Marriage, #Shiksha Ratna award, #Abdul Matin Mallick, #students

আরো দেখুন