বিতর্কের জের! এখনই মুক্তি পাচ্ছে না কঙ্গনা রানাউতের ‘এমার্জেন্সি’

সেন্সর বোর্ডের সদস্যরা প্রবল চাপে আছেন, জানিয়েছিলেন অভিনেত্রী। রবিবার রাতে জানা গেল, ৬ সেপ্টেম্বর যে ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে না।

September 2, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: লাগাতার বিতর্কের জেরে ‘এমার্জেন্সি’র রিলিজ আপাতত বিশ বাঁও জলে! এখনই মুক্তি পাচ্ছে না কঙ্গনা রানাউত অভিনীত তথা পরিচালিত সিনেমা। দু-দিন আগেই ভিডিয়ো প্রকাশ করে অভিনেত্রী জানিয়েছিলেন, ছবির সেন্সার সার্টিফিকেট নিয়ে গড়িমসি চলছে। সেন্সর বোর্ডের সদস্যরা প্রবল চাপে আছেন, জানিয়েছিলেন অভিনেত্রী। রবিবার রাতে জানা গেল, ৬ সেপ্টেম্বর যে ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে না।

সিনেমার রিলিজ নিয়ে জলঘোলার অন্ত ছিল না! ‘শিরোমনি গুরুদ্বারা প্রবন্ধক কমিটি’, অস্ট্রেলিয়া শিখ কাউন্সিলের তরফে দিন কয়েক আগেই ‘এমার্জেন্সি’ ছবিটিকে নিষিদ্ধ করার দাবি জানানো হয়েছিল। সেই রেশ কাটতে না কাটতেই শিরোমণি অকালি দলের তরফে আপত্তি উঠেছিল। সোজা সেন্সর বোর্ডের কাছে চিঠি পাঠিয়ে কঙ্গনা রানাউতের ‘এমার্জেন্সি’ মুক্তি আটকানোর আবেদন জানিয়েছিলেন তাঁরা। সেই বিতর্কের জেরেই এবার পিছিয়ে গেল ‘এমার্জেন্সি’র মুক্তি। তবে পরবর্তীতে কবে মুক্তি পাবে? সেকথাও ঘোষণা করা হয়নি নির্মাতাদের তরফে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen