দলীয় জনপ্রতিনিধিদের আরও নম্র এবং সহানুভূতিশীল হতে হবে, বার্তা দিলেন অভিষেক
অভিষেক এদিন সমাজমাধ্যমে জানালেন প্রত্যেকেরই প্রতিবাদ করার এবং নিজেকে প্রকাশ করার অধিকার রয়েছে

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: দলীয় জনপ্রতিনিধিদের আরও নম্র এবং সহানুভূতিশীল হতে হবে, বার্তা দিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সম্পাদক অভিষেকে বন্দ্যোপাধ্যায় তিনি তাঁর দলের সবাইকে অনুরোধ করলেন মেডিকেল ফ্রেটারনিটি বা সিভিল সোসাইটি থেকে কাউকে খারাপ কথা না বলার জন্য।
অভিষেক এদিন সমাজমাধ্যমে জানালেন প্রত্যেকেরই প্রতিবাদ করার এবং নিজেকে প্রকাশ করার অধিকার রয়েছে- এটাই পশ্চিমবঙ্গকে অন্যান্য বিজেপি শাসিত রাজ্য থেকে আলাদা করে। তিনি বলেন, বুলডোজার মডেল এবং রাজনীতির নিপীড়ন কৌশলের বিরুদ্ধে আন্তরিকভাবে লড়াই করেছেন তাঁর দল। এই ধরনের ভয়াবহ ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয় তা নিশ্চিত করতে গঠনমূলক পদক্ষেপ নেওয়ার এখনই সময়। বাংলাকে অবশ্যই এই লড়াইয়ে ঐক্যবদ্ধভাবে দাঁড়াতে হবে এবং যতক্ষণ না অপরাধীদের শাস্তি না হয় এবং রাজ্য ও কেন্দ্র সরকার উভয়ের দ্বারা একটি ধর্ষণ-বিরোধী আইন প্রণয়ন করা হয় ততক্ষণ পর্যন্ত থামবে না।