মুখ্যসচিব পদে স্বামীর অবসরের পর দায়িত্ব নিলেন স্ত্রী, কোথায় ঘটল এ ঘটনা?
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: কেরল তথা ভারতের ইতিহাসে সম্ভবত প্রথমবার ঘটল এমন ঘটনা। কেরলের মুখ্যসচিবের পদে স্বামীর অবসরের পর দায়িত্ব নিলেন স্ত্রী। ৩১ আগস্ট মুখ্য সচিবের পদ থেকে অবসর নেন ভি বেণু। সেই পদের দায়িত্ব নেন বেণুর স্ত্রী সারদা মুরলীধরন। সারদা এতদিন অতিরিক্ত মুখ্যসচিবের পদে ছিলেন।
বেণুর হাত থেকে সারদার দায়িত্বভার নেওয়ার ভিডিও এক্স হ্যান্ডলে শেয়ার করে কংগ্রেস সাংসদ শশী থারুর লিখেছেন, ‘যতদূর মনে পড়ছে ভারতের ইতিহাসে প্রথমবার। কেরলের প্রাক্তন মুখ্যসচিব ভি বেণু পদের দায়িত্বভার স্ত্রী সারদা মুরলিধরনের হাতে তুলে দিচ্ছেন।’
বেণু ও সারদা-দুজনেই ১৯৯০ ব্যাচের আইএএস। সিনিয়রিটির ভিত্তিতেই বেণুর পর সারদা মুখ্যসচিবের দায়িত্ব পেয়েছেন। সারদা বলেন, তাঁরা দু’জনে একসঙ্গে ৩৪ বছর ধরে চাকরি করলেন। তবে কোনওদিন এটা মাথায় আসেনি যে, একসঙ্গে অবসর নেবেন না। বেণুর অবসরের পরে আরও আট মাস চাকরি করতে হবে ভেবেই, উদ্বেগে আছেন বলেও জানান।