সুলভ মূল্যে মিলবে মাছ, ‘সুফল বাংলা মৎস্য’ আউটলেট খুলছে রাজ্য
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: মাছ ছাড়া অসম্পূর্ণ বাঙালি, পাতে মাছ না পড়লে পেটপুজো যেন অসম্পূর্ণ থেকে যায় বঙ্গ সন্তানদের ভোজন। দুর্গাপুজোর আগেই রাজ্যজুড়ে ন্যায্য মূল্যের ফিশ আউটলেট বা মাছের দোকান খুলতে চলেছে রাজ্য সরকার। নাম দেওয়া হচ্ছে ‘সুফল বাংলা মৎস্য’। ইলিশ, চিংড়ি, পাবদা, রুই থেকে শুরু করে পাতুরি বা ফিস ফ্রাইয়ের জন্য মাছের ফিলে আউটলেটগুলিতে সবই মিলবে ন্যায্য মূল্যে। বাজারে গিয়ে চড়া দাম শুনে পিছিয়ে আসার আশঙ্কা থাকবে না। বিক্রির আগে মাছের গুণমান যাচাইয়ের জন্য রাজ্যের আউটলেট গুলিতে থাকবে বিশেষ ব্যবস্থা।
রাজ্যের মৎস্যমন্ত্রী বিপ্লব রায়চৌধুরী জানিয়েছেন, পুজোর আগে এই আউটলেটগুলি চালু হয়ে যাবে। মাংসের জন্য হরিণঘাটা, ডেয়ারি পণ্যের জন্য বাংলার ডেয়ারি, সব্জির জন্য সুফল বাংলা নামে রাজ্যজুড়ে বহু আউটলেট খুলেছে রাজ্য সরকার। এবার আসছে ন্যায্য মূল্যে মাছের দোকান। জানা গিয়েছে, রাজ্যের বিভিন্ন প্রান্তে ৩৪টি আউটলেট দিয়ে পথ চলা শুরু হবে সুফল বাংলা মৎস্য প্রকল্পের। ২০টি আউটলেট একেবারে নতুন করে তৈরি করা হবে। কিছু ক্ষেত্রে সুফল বাংলার স্থায়ী সব্জি বিক্রয় কেন্দ্রের একাংশে গড়ে উঠবে ‘সুফল বাংলা মৎস্য’ নামের বিপণি। আউটলেটগুলিতে বিক্রির জন্য মাছ সরবরাহের দায়িত্ব মৎস্য দপ্তরের হাতেই থাকবে। কয়েক মাসের মধ্যে দোকানের সংখ্যা আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে।