রাজ্য বিভাগে ফিরে যান

সরকারি প্রকল্পগুলি নিয়ে মানুষকে সচেতন করবেন লোকপ্রসার শিল্পীরা

September 5, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: গানের মাধ্যমে মানুষের মধ্যে সরকারি প্রকল্পের কথা আরও বেশি করে ছড়িয়ে দিতে বিশেষ উদ্যোগ নিচ্ছে উত্তর ২৪ পরগনা জেলা প্রশাসন। জনমুখী প্রকল্পগুলি নিয়ে মানুষকে সচেতন করবেন লোকপ্রসার শিল্পীরা। শুক্রবার বারাসতে একটি বিশেষ কর্মশালার আয়োজন করেছে জেলা তথ্য সংস্কৃতি দপ্তর। জেলার ৫০০ লোকশিল্পীকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে। শিল্পীরা সরকারি প্রকল্প নিয়ে গান বাঁধবেন ও পরে গ্রামে গ্রামে গিয়ে প্রচার করবেন।

জানা গিয়েছে, রাজ্যের অনেক প্রকল্প সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে এখনও স্বচ্ছ ধারণা নেই। প্রত্যন্ত এলাকায় মানুষকে প্রকল্পগুলি নিয়ে জানাতেই এমন উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। জেলায় লোকপ্রসার শিল্পীর সংখ্যা প্রায় আট হাজার। যার থেকে ৫০০ জনকে বেছে নিয়ে প্রচারের দল তৈরি করা হবে। শিল্পীরাই গান বাঁধবেন সরকারি প্রকল্প নিয়ে, স্বাস্থ্যসাথী থেকে শুরু করে লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী থেকে ভবিষ্যৎ ক্রডিট কার্ড-সহ একঝাঁক জনমুখী প্রকল্পের কথা উঠে আসবে গানে।

রাজ্য সরকারের তরফে ১৮-৫৯ বছর বয়সী ও ৬০ বছর বয়েসের উর্ধ্বে শিল্পীদের ভাতা দেওয়া হয়। তাঁদের দিয়ে এই প্রচারের কাজ করানো হবে।

TwitterFacebookWhatsAppEmailShare

#folk artist, #government projects, #West Bengal, #awarenes, #people

আরো দেখুন