রাজ্য বিভাগে ফিরে যান

পুজোর মুখে দূরপাল্লা ট্রেনের ‘চাক্কা জ্যামের’ সম্ভাবনা?

September 5, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: লোকাল ট্রেনের মতো দূরপাল্লা ট্রেনের থেকে তাদের ব‌্যবহৃত ‘লাইন বক্স’ তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রেল। এই বাক্সে থাকে গার্ডদের নিজস্ব জিনিসপত্র ও ট্রেন চালানোর মতো একাধিক সরঞ্জাম। যার মধ্যে তেরঙ্গা ট্রেন ল‌্যাম্প, যন্ত্রপাতি ও বিস্ফোরক ডিটোনেটর। রেল এই লাইনবাক্স তুলে ট্রলি ব‌্যাগ দেওয়ার নির্দেশ দেয়।

পূর্ব রেলের অপারেশন বিভাগ আগামী ৬ সেপ্টেম্বর হাওড়া, শিয়ালদহ, মালদহে এই নির্দেশ কার্যকর করতে বলেছে। অর্থাৎ দূরপাল্লা ট্রেনে চালক ও গার্ডের কামরায় এই বাক্স থাকবে না। এই সিদ্ধান্তে ক্ষুব্ধ অল ইন্ডিয়া গার্ড কাউন্সিল। গার্ড কাউন্সিল অভিযোগ তুলেছে, লাইন বাক্স তুলে দিলে ব‌্যাগে রেলের সব সরঞ্জাম ডিটোনেটর নিয়ে তারা ঘুরবেন। এমনকী বাড়ি যাবেন। তারা স্পষ্ট করেছেন, বাক্সে যে রেলের সরঞ্জাম থাকে, তা রেলের তত্বাবধানে থাকবে। তাদের ব‌্যক্তিগত জিনিসপত্র নিয়ে তারা ট্রলি ব‌্যাগ ব‌্যবহার করতে আগ্রহী আছে। রেল যদি এই প্রস্তাব না মানে তবে ধরনার দিকে যাওয়ার মতো ইঙ্গিত দিয়েছেন তারা।

অল ইন্ডিয়া গার্ড কাউন্সিল আগামী ১১ সেপ্টেম্বর দেশজুড়ে ধরনার ডাক দিয়েছে। রেল তাদের দাবি না মানলে ধর্মঘটের পথে যেতে পারেন গার্ডরা, অর্থাৎ পুজোর মুখে দূরপাল্লা ট্রেনের ‘চাক্কা জ‌্যামের’ সম্ভাবনা রয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#durga puja, #chakka jam

আরো দেখুন