দেশ বিভাগে ফিরে যান

আদিবাসী তরুণীকে ধর্ষণের চেষ্টা, উত্তাল তেলেঙ্গানা

September 5, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আদিবাসী তরুণীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে, যা ঘিরে উত্তাল তেলেঙ্গানা। আসিফাবাদ জেলায় বিক্ষোভ আন্দোলন হিংসাত্মক আকার নেয়। দুই গোষ্ঠীর মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। উত্তেজিত জনতা অপর গোষ্ঠীর দোকান, গাড়ি পুড়িয়ে দেয়। এলাকায় কারফিউ জারি হয়েছে। ইন্টারনেট সংযোগ বন্ধ করেছে প্রশাসন। অতিরিক্ত বাহিনী মোতায়েন করে পরিস্থিতি সামাল দেয় পুলিশ।

অভিযোগ উঠছে, ৩১ আগস্ট ৪৫ বছরের এক আদিবাসী মহিলাকে ধর্ষণের চেষ্টা হয়। আসিফাবাদের জইনুর শহরে ঘটনাটি ঘটে। এক অটো রিক্সা ড্রাইভারের বিরুদ্ধে অভিযোগ উঠছে। মহিলাকে লাঠির আঘাতে হত্যার চেষ্টা হয় বলেও অভিযোগ উঠছে। রাস্তায় অচৈতন্য অবস্থায় মহিলাকে ফেলে পালিয়ে যায় অভিযুক্ত। স্থানীয়রা তাঁকে হাসপাতালে নিয়ে যায়। তিনি হায়দ্রাবাদের হাসপাতালে চিকিৎসধীন। মহিলার অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত অটো ড্রাইভারকে গ্রেপ্তার করা হয়েছে।

বিক্ষোভে ফেটে পড়ে আদিবাসী সম্প্রদায়ের লোকেরা। রাস্তায় নেমে একাধিক দোকান, গাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়। বনধের ডাকে একটি আদিবাসী সংগঠন। বিক্ষোভকারীরা জানান, অভিযুক্ত ভিন্ন সম্প্রদায়ের লোক। উদ্দেশ্য প্রণোদিতভাবে করা হয়েছে। সাম্প্রদায়িক অশান্তি শুরু হয়। যা থেকে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ শুরু হয়। পুলিশের মধ্যস্ততায় দুই গোষ্ঠীর আলোচনা পরিস্থিতির উন্নতি হয়েছে বলে জানা গিয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Telangana, #Communal Tensions, #Rape

আরো দেখুন