← দেশ বিভাগে ফিরে যান
ওয়াকফ বিল নিয়ে দলের সাংসদের প্রশ্নেই বিড়ম্বনায় বিজেপি
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ওয়াকফ বিল আলোচনা শেষ করে নভেম্বরেই তা পাশ করাতে চায় কেন্দ্র। তাই প্রতি সপ্তাহে দুদিন চারটি করে বৈঠক রাখতে চান কমিটির চেয়ারম্যান বিজেপির জগদম্বিকা পাল। যদিও তার বিরোধিতা করল ‘ইন্ডিয়া’ জোট। বলা হল, এভাবে প্রায় রোজ বৈঠক করলে অন্য কাজ করব কী করে? অন্য আরও কমিটির বৈঠকও তো রয়েছে। এভাবে চলতে থাকলে লোকসভার স্পিকার ওম বিড়লাকে চিঠি লিখে প্রতিবাদ করা হবে। প্রয়োজনে বৈঠক থেকে ওয়াক আউটও।
আরও পড়ুন: বিরোধীদের আপত্তি উপেক্ষা করেই লোকসভায় পেশ ওয়াকফ বিল
মসজিদ, মাজারের নামে বহু জমি ওয়াকফ বোর্ড কব্জা করেছে বলে সরকারের দাবি। কিন্তু তার পরিমাণ কত? রেল লাইনের ধারে কোথায় কত মাজার আছে, তার হিসেবও আছে কি? বিজেপি এমপি মেধা কুলকার্নির এই প্রশ্নেই চাপে পড়ে গেল কেন্দ্র। তৃণমূলের প্রশ্ন, কেন ফের আইন এনে জমি হড়পের উদ্যোগ নেওয়া হচ্ছে।