মালদার রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দিরকে ২০২৪ সালের সেরা স্কুল হিসেবে বাছল শিক্ষা দপ্তর
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: প্রতিবছরের মতো এবারও রাজ্যের সেরা স্কুল বেছে নিল শিক্ষা দপ্তর। পড়াশোনা থেকে শুরু করে অন্যান্য বিভিন্ন বিভাগের ক্ষেত্রে কোন স্কুল কতটা মানোন্নয়ন করেছে তারই পরিপ্রেক্ষিতে এমন মর্যাদা দেওয়া হয়।
২০২৪ সালের সেরা স্কুল হিসেবে বেছে নেওয়া হয়েছে মালদার রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দিরকে। ২০২০ এবং ২০২৩ সালেও তারা রাজ্যের সেরা স্কুলের তকমা পেয়েছিল। এমন সাফল্যে স্বাভাবিকভাবেই খুশি ওই স্কুলের পড়ুয়া থেকে শুরু করে শিক্ষক-শিক্ষিকারা।
পড়াশোনা ও খেলাধুলা এই দুইয়ের ভিত্তিতে এই বছর মালদার রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দির স্কুলটিকে সেরা স্কুল হিসেবে বেছে নেওয়া হয়েছে। এই বছর আবার ওই স্কুলের আরও একটি প্রাপ্তি এসেছে, আর সেটি হলো সেরা স্কুল হওয়ার পাশাপাশি স্কুলের এক সহশিক্ষক পেয়েছেন রাজ্য সরকারের শিক্ষারত্ন পুরস্কার। একসঙ্গে একই বছর দু দুটি প্রাপ্তি স্কুলের মর্যাদা কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে বলেই দাবি করেছেন স্কুলের প্রধান শিক্ষক স্বামী তাপহারা নন্দ।