রাজ্য বিভাগে ফিরে যান

দলের নেতার বিরুদ্ধেই অর্থিক অনিয়মের অভিযোগ এনে ধর্নায় বসতে চলেছেন BJP কর্মীরা

September 9, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: দলের নেতার বিরুদ্ধেই অর্থিক অনিয়মের অভিযোগ এনে ধর্নায় বসতে চলেছেন বিজেপি কর্মীরা। নন্দীগ্রামের গোকুলনগর গ্রাম পঞ্চায়েতে নিজস্ব তহবিলের বিপুল টাকা তছরুপ হয়েছে বলে দলেরই নির্বাচিত সদস্যদের অভিযোগ। বিজেপির গ্রাম পঞ্চায়েতের প্রধান দীনবন্ধু মণ্ডল এবং পঞ্চায়েতের এগজিকিউটিভ অ্যাসিস্ট্যান্টের বিরুদ্ধে এনিয়ে বিডিও এবং জেলাশাসকের কাছে লিখিত অভিযোগ জমা পড়েছে। এই ইস্যুতে কয়েকদিন ধরে গোকুলনগরে বিজেপির দুই শিবিরের মধ্যে দ্বন্দ্ব চলছে।

নন্দীগ্রামের বিজেপির বিদ্রোহী সদস্যরা এবার জেলাশাসকের অফিসে ধর্নায় বসতে চলেছেন। ব্লক প্রশাসন আইনগত পদক্ষেপ না নিলে জেলাশাসক অফিসে ধর্না কর্মসূচি নেওয়া হবে। গোটা ঘটনায় দলের অন্দরে চাপানউতোর তুঙ্গে। আর যা নিয়েই বিজেপির বিরুদ্ধে সরব হয়েছে তৃণমূল।

TwitterFacebookWhatsAppEmailShare

#bjp, #bjp workers, #Dharna

আরো দেখুন