রাজ্য বিভাগে ফিরে যান

তদন্তের নামে দীর্ঘসূত্রিতা নিয়ে সরব তৃণমূল, সওয়াল চার্জশিট পেশের দাবিতে

September 10, 2024 | < 1 min read

ছবি সৌজন্যে: বিজনেস টুডে

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: তদন্তের নামে দীর্ঘসূত্রিতা নয়, দ্রুত চার্জশিট পেশের দাবি তুললেন তৃণমূলের রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েন। আম জনতার মনের কথা তুলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে সরাসরি প্রশ্ন করলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন। ডেরেকের প্রশ্ন, কবে চার্জশিট দাখিল করবে সিবিআই? কবে অভিযুক্তদের চেয়ে শুরু হবে?

এফআইআর দায়েরের পর পুলিশ তদন্তে নেমে কয়েকঘণ্টার মধ্যে একজনকে গ্রেপ্তার করেছিল। তারপর আরজি করে ধর্ষণ-হত্যামামলার তদন্তভার নেয় সিবিআই। ধৃত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রাইকে নিজেদের হেপাজতে নেয় তারা। এরপর আর কোনও গ্রেপ্তারি নেই। তথ্যপ্রমাণের ভিত্তিতে সিবিআইয়ের দাবি, সঞ্জয় একাই গোটা ঘটনার মূল অভিযুক্ত। ২০ সেপ্টেম্বর পর্যন্ত জেল হেপাজতে সঞ্জয়। ফের ওইদিন শিয়ালদহ আদালতে পেশ করা হবে অভিযুক্তকে।

আদালতে চার্জশিট জমা দিতে হবে সিবিআইকে। তারপর ধৃতকে অভিযুক্ত হিসেবে দেখিয়ে শুরু হবে আসল বিচার প্রক্রিয়া। কবে দোষী সাব্যস্ত হবে? কবেই বা শাস্তি পাবে? এমন এক ঘটনায় দীর্ঘ আইনি প্রক্রিয়ায় আমজনতা আর ধৈর্য্য ধরতে পারছে না। তাঁরা চান দ্রুত শাস্তি। এবার সিবিআইকেই নিশানা করলেন ডেরেক। X হ্যান্ডলে তাঁর প্রশ্ন, “আরজি কর কাণ্ডে সিবিআই কবে চার্জশিট দাখিল করে অভিযুক্তদের বিচার শুরু করাবে?”

এর আগেও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন সাংসদ।

TwitterFacebookWhatsAppEmailShare

#investigation, #tmc, #CBI, #chargesheet

আরো দেখুন