অনুমতি ছাড়া লাগাতার রাস্তা দখল করে বিক্ষোভ, মিছিল, কী ভাবছে কলকাতা পুলিশ?

আরজি কর কাণ্ডের প্রতিবাদে প্রায় একমাস ধরে শহরে রাস্তা আটকে লাগাতার প্রতিবাদ, মিছিল, মিটিং চলছে।

September 11, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi
ছবি: ফাইল চিত্র

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: আরজি কর কাণ্ডের প্রতিবাদে প্রায় একমাস ধরে শহরে রাস্তা আটকে লাগাতার প্রতিবাদ, মিছিল, মিটিং চলছে। ব্যাপক যানজট হচ্ছে বলে অভিযোগ করছে কেউ কেউ। এবার কড়া আইনি ব্যবস্থা নিতে চলেছে পুলিশ।

শহরের বুকে মিছিল, মিটিং, বিক্ষোভ অবস্থান কিছু করতে হলে পুলিশের অনুমতি নিতে হয়। কিন্তু আরজি কর কাণ্ডের প্রতিবাদের ক্ষেত্রে কোনও নিয়মের তোয়াক্কা করা হচ্ছে না। সমাজ মাধ্যমে পোস্ট করে রাতদখল, মিছিলের ডাক দিয়ে রাস্তায় নেমে পড়ছেন মানুষজন। যানযট বাড়ছে। ভোগান্তি পোহাতে হচ্ছে নিত‌্যযাত্রীদের। এতদিন পুলিশ কোনও আইনি ব‌্যবস্থা নেয়নি।

লালবাজার সূত্রে খবর, আরজি করের প্রতিবাদে এখনও পর্যন্ত শহরে যে রাতদখল, প্রতিবাদ মিছিল, অভিযান হয়েছে, কোনওটাই অনুমতি নিয়ে হয়নি। যে যেখানে পাচ্ছে, ইচ্ছে হচ্ছে রাস্তা দখল করে বসে পড়ছে। ট্রাফিক নিয়ন্ত্রণে সমস‌্যা হচ্ছে। কাজে বেরিয়ে রাস্তায় আটকে পড়ছেন অনেকেই। এবার থেকে অনুমতি ছাড়া রাস্তা দখল করে মিছিল, মিটিং করলে তাদের বিরুদ্ধে আইনি পদেক্ষপ নেওয়ার কথা ভাবছে পুলিশ।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen