রাজ্য বিভাগে ফিরে যান

ঘূর্ণিঝড় ইয়াগির জেরে গভীর নিম্নচাপ, প্রবল বৃষ্টিপাতের পূর্বাভাস দক্ষিণবঙ্গে

September 13, 2024 | < 1 min read

ঘূর্ণিঝড় ইয়াগির জেরে গভীর নিম্নচাপ, প্রবল বৃষ্টিপাতের পূর্বাভাস দক্ষিণবঙ্গে

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: নতুন করে গভীর নিম্নচাপের জেরে অতি প্রবল বৃষ্টিপাতের পূর্বাভাস দক্ষিণবঙ্গে। জেলায় জেলায় জারি সতর্কতা। পাশাপাশি আবারও মৎস্যজীবীদের জন্য নিষেধাজ্ঞা জারি করল আবহাওয়া দপ্তর।

ভয়াবহ ঘূর্ণিঝড় ইয়াগির দাপটে তছনছ ভিয়েতনাম। একের পর এক মেঘ ভাঙা বৃষ্টি ও ধসের জেরে এপর্যন্ত মৃত্যু হয়েছে অন্তত ১৯৭ জনের। গাড়ি-সহ তলিয়ে যাচ্ছে সেতু। বিরাট জলের ঢেউয়ে তলিয়ে যাচ্ছে বাড়ি। সোশ্যাল মিডিয়া খুললেই ভিয়েতনামের এই সব ছবি সামনে আসছে। আবহবিদদের মতে, শেষ ৩০ বছরে এশিয়ায় আছড়ে পড়া সবচেয়ে বড় ঘূর্ণিঝড় বা টাইফুন হল ইয়াগি।

শক্তি হারিয়ে নিম্নচাপে পরিণত হওয়া ইয়াগি ক্রমাগত পশ্চিম দিকে সরছে।

এবং কয়েকটি মডেলের মতে, এটি ক্রমে বাংলাদেশ, মায়ানমার সীমান্তের দিকে সরে আসছে। এটি ওড়িশা উপকূলে বঙ্গোপসাগরের উপর তৈরি হওয়া একটি গভীর নিম্নচাপের সঙ্গে যুক্ত হবে। এবং সেই জোড়া ফলা ক্রমে আরও পশ্চিমদিকে সরবে। ফলে দক্ষিণবঙ্গের উপকূলীয় অঞ্চলে এই জোড়া ফলার দাপটে ঝড়বৃষ্টির তাণ্ডব দেখা যাবে বেশ কয়েকদিন।

TwitterFacebookWhatsAppEmailShare

#cyclone alert, #YAGI, #Cyclone yagi, #West Bengal

আরো দেখুন