← রাজ্য বিভাগে ফিরে যান
‘ব্ল্যাকমেলের’ রাজনীতি! স্বাস্থ্যব্যবস্থা অচল করার হুমকি লোকসভা ভোটে SUCI প্রার্থী-তথা চিকিৎসকের?
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: জুনিয়র ডাক্তারদের আন্দোলনে বারবার রাজনীতির যোগের অভিযোগ উঠেছে। বাম নেতার কন্যা থেকে শুরু করে মাদক পাচারে জেল খাটা বিজেপি নেত্রীদের বারবার জুনিয়র চিকিৎসকদের আন্দোলনে দেখা যাচ্ছে।
সিনিয়র ডাক্তার, বিপ্লব চন্দ্র এক বিবৃতিতে বলেন, সরকার জুনিয়ার ডাক্তারদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করলে, তাঁরাও কাজ করা বন্ধ করে দেবেন। চিকিৎসক বিপ্লব চন্দ গত লোকসভা নির্বাচনে SUCI-র প্রার্থী ছিলেন। কলকাতা উত্তর কেন্দ্র থেকে তিনি ভোটে লড়েন এবং হেরে যান। এখানে অভিযোগ উঠছে, তবে কি তিলোত্তমাকে হাতিয়ার করে রাজনৈতিক ফায়দা তুলতে নেমেছেন একদল রাজনীতিবিদ-চিকিৎসক?