বাঙালির পুজোর শপিং শুরু হয়ে গিয়েছে, বাড়তি মেট্রো চলবে কবি সুভাষ-দক্ষিণেশ্বর রুটে
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: পুজোর ঢাকে কাঠি পড়ে গিয়েছে। ভিড় বাড়ছে, পুজোর কেনাকাটা শুরু হয়েছে। প্রাকপুজোর সময়ে উইক-এন্ডে কেনাকাটার ভিড় আরও কয়েক গুন বৃদ্ধি পাবে। যাত্রীদের বাড়তি চাপ মেট্রোতেও পড়ছে। শনি-রবিবার অতিরিক্ত মেট্রো চালানোর সিদ্ধান্ত নিল রেল। কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর মেট্রো করিডরে বিশেষ পরিষেবা মিলবে।
বছরের অন্যান্য সময় শনিবার নর্থ-সাউথ করিডরে সারাদিনে ২৩৪টি মেট্রো চলে। আগামী ১৪ এবং ২১ সেপ্টেম্বর শনিবার চলবে ২৬২টি মেট্রো। অর্থাৎ আগামী দু’সপ্তাহে শনিবার কবি সুভাষ-দক্ষিণেশ্বর রুটে বাড়তি ২৮টি মেট্রো চলবে। ২৮ সেপ্টেম্বর ও ৫ অক্টোবর, দুই শনিবারে পরিষেবা আরও বাড়তে চলেছে। এই দু’টি শনিবার বছরের অন্যান্য সময়ের তুলনায় ৫৪টি বাড়তি মেট্রো চালাবে রেল। বছরের অন্যান্য সময় রবিবার এই করিডরে ১৩০টি মেট্রো চলাচল করে। প্রাকপুজো সময়ে রবিবারগুলিতে পরিষেবার সংখ্যা ৬৬টি বেড়ে সব মিলিয়ে ১৯৬টি হতে চলেছে। ১৫ সেপ্টেম্বর, ২২ সেপ্টেম্বর, ২৯ সেপ্টেম্বর এবং ৬ অক্টোবর; চারটি রবিবারে বাড়তি পরিষেবা পাবেন যাত্রীরা।