দুর্গাপুজোর আগে শান্তিনিকেতনের খোয়াইয়ের হাটে পর্যটকের ভিড়, চলল কেনাকাটা
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: দুর্গাপুজোর আগে শান্তিনিকেতনের খোয়াইয়ের হাটে পর্যটকের ভিড় উপচে পড়ল। বেড়ানোর পাশাপাশি কেনাকাটিও চলল। বেচাকেনা ভাল হওয়ায় খুশি বিক্রেতা ও শিল্পীরা। শান্তিনিকেতন কবিগুরুর কর্মভূমি, প্রায় সারা বছরই পর্যটকের ভিড় দেখা যায় সেখানে। করোনার পর থেকে পর্যটকদের জন্য শান্তিনিকেতন ক্যাম্পাসের দরজা জন্য কার্যত বন্ধ হয়ে যায়। এই সুযোগে ক্রমশ ফুলে ফেঁপে উঠছে সোনাঝুরি খোয়াইয়ের হাট।
মাটিতে বসে স্থানীয় হস্তশিল্পীরা শুরু করেন শনিবারের হাট। সেই হাট মহীরুহে পরিণত হয়েছে। আগে সপ্তাহে একদিন বসলেও মুখ্যমন্ত্রীর নির্দেশে প্রতিদিনই হাটে বসা শুরু করেন শিল্পীরা। পরিবেশের কথা মাথায় রেখে বনদপ্তর তা চারদিন করার নির্দেশ দেয়। সামনেই দুর্গাপুজো, তাই চারদিনের পরিবর্তে আপাতত ছ’ দিন হাটে বসতে চেয়ে আবেদন করেন শিল্পীরা। তা কার্যকর হতেই শিল্পীরা ফের পসরা সাজিয়ে বসতে শুরু করেছেন।