রাজ্য বিভাগে ফিরে যান

ঘুরে দাঁড়াচ্ছে NBSTC, পুজোয় ঠিকা ও অস্থায়ী কর্মীদের বোনাস দেওয়ার সিদ্ধান্ত

September 14, 2024 | 2 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম ঘুরে দাঁড়াচ্ছে। টিকিট বিক্রি করে মাসিক আয় হচ্ছে প্রায় ১৫ কোটি টাকা। এবার পুজোয় ঠিকা ও অস্থায়ী কর্মীদের বোনাস দেওয়া হবে বলে সিদ্ধান্ত হয়েছে বৃহস্পতিবারে নিগমের ২৩৪ তম বোর্ড মিটিংয়ে। দু’বছরে উদ্ধার করা গিয়েছে ২০০ একর জমি। যার মূল্য কোটি কোটি টাকা। এরমধ্যে বেশকিছু পতিত জমি। রাজ্য সরকারের অনুমোদন নিয়ে তাতে যৌথভাবে বিভিন্ন ধরনের ব্যবসা করা হবে। বিশ্বকর্মা পুজোর পর নামানো হবে আরও ১২টি বাস। এসি বাসও নামবে।

দীর্ঘদিন ধরে লোকসানে এনবিএসটিসিকে চাঙ্গা করতে তৎপর রাজ্য। বাসের টিকিট বিক্রি করে কিছুটা আয় বেড়েছে। সংস্থায় বাসের সংখ্যা ৭৪৫টি। যাত্রী পরিষেবা দিতে দৈনিক রাস্তায় নামে প্রায় ছ’শো বাস। টিকিট বিক্রি করে মাসে ১৫ কোটি টাকার মতো আয় হয়। কোনও কোনও মাসে আরও বেশি আয় হচ্ছে। ২০২৩-’২৪ অর্থ বছর আয় হয়েছে ১৮৪ কোটি টাকা। সংস্থা কিছুটা ঘুরে দাঁড়িয়েছে। তাই ঠিকা ও অস্থায়ী কর্মীদের মজুরিও ৫০০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে বোর্ড মিটিংয়ে। কর্মীর সংখ্যা প্রায় ৮৭৬ জন। এবার পুজোয় তাঁদের বোনাস দেওয়া হবে। কর্মরত অবস্থায় অস্থায়ী কর্মীর মৃত্যু হলে তাঁদের পরিবারের সদস্যদের এক লক্ষ টাকা এবং আহত কর্মীকে ৫০ হাজার টাকা সহায়তা করা হবে।

শিলিগুড়ির স্টেট গেস্ট হাউসে এনবিএসটিসি’র বোর্ড মিটিংয়ে চেয়ারম্যান ছাড়াও ম্যানেজিং ডিরেক্টর দীপঙ্কর পিপলাই, সহ-সভাপতি সহ বোর্ডের সদস্যরা হাজির ছিলেন। চেয়ারম্যান জানান, দু’বছরে ৬৪টি জমি উদ্ধার হয়েছে, যা প্রায় ২০০ একর। রাজ্যের নির্দেশে সেগুলি নিগমের নামে রেকর্ড করা হয়েছে। রাজ্যের বিভিন্ন জেলায় সেই জমি আছে। শিলিগুড়িতে বাসস্ট্যান্ড চালু করা হচ্ছে। রাজ্য সরকারের অনুমোদন নিয়ে সংস্থার আয় বাড়াতে জমিগুলিতে মার্কেট কমপ্লেক্স সহ বিভিন্ন ধরনের প্রকল্প নেওয়া হবে। কৃষ্ণনগর ও ডালখোলার ফাঁকা জমিতে তৈরি হবে দু’টি ডিপো। ময়নাগুড়িতেও ডিপো তৈরির কাজ চলছে।

বিশ্বকর্মা পুজোর পর নতুন কিছু বাস নামানোর কথা ঘোষণা করা হয়েছে। শীঘ্রই রাস্তায় নামানো হবে ১২টি নতুন রকেট বাস। যারমধ্যে ছ’টি এসি এবং ছ’টি ননএসি। তিনটি করে বাস কোচবিহার ও শিলিগুড়ি ডিপো থেকে চালানোর সিদ্ধান্ত হয়েছে। সংস্থায় বাসের সংখ্যা বেড়ে দাঁড়াবে ৭৫৭টি। পুজোয় দর্শনার্থীদের সহায়তায় প্রতিটি শহরে অতিরিক্ত বাস চালানো হবে। ৩০টি সিএনজি এবং ইলেকট্রিক বাসও চালানো হবে।

TwitterFacebookWhatsAppEmailShare

#NBSTC, #during Puja, #employees

আরো দেখুন