পুজোর ঢাকে কাঠি পড়েছে, উলুবেড়িয়ায় জমজমাট থিমের লড়াই

পুজোর বাজেট আনুমানিক দশ লক্ষ টাকা। কমিটির কর্তারা বলছেন, পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ যোদ্ধা হল মা।

September 15, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: পুজোর ঢাকে কাঠি পড়ে গিয়েছে। মণ্ডপ বাঁধার করা চলছে। কুমোরটুলিতে ব্যস্ততা তুঙ্গে। অন্যান্য জায়গার পাশাপাশি এবার থিমের লড়াইয়ে জমজমাট উলুবেড়িয়ার পুজো। মহিলা পরিচালিত উলুবেড়িয়া নোনা অ্যাথলেটিক ক্লাবের এবারের পুজোর থিম ‘মা’। এবারে দশম বর্ষ। পুজোর বাজেট আনুমানিক দশ লক্ষ টাকা। কমিটির কর্তারা বলছেন, পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ যোদ্ধা হল মা। মায়ের বিকল্প হতে পারে না। মায়ের বিভিন্ন রূপ মণ্ডপে তুলে ধরা হবে।

ফুলেশ্বরের কোটালঘাটা নবোদয় সঙ্ঘ ২৪ তম বর্ষে পদার্পণ করছে। এই পুজো কমিটির এবারের বাজেট প্রায় সাত লক্ষ টাকা। মিশরের একটি মেলাকে মণ্ডপে তুলে ধরা হচ্ছে। মিশরের রানি থেকে মেলার বিভিন্ন সামগ্রী দিয়ে মণ্ডপ সাজিয়ে তোলা হবে।

উলুবেড়িয়া পুরসভা এলাকার অন্যতম জনপ্রিয় পুজো হাট বাউড়িয়া দুর্গাপুজো কমিটির এবারের থিম শ্রীকৃষ্ণের দ্বারকা নগরী। হাট বাউড়িয়া শীতলা স্পোর্টিং ক্লাব পরিচালিত পুজোর এবারের বাজেট প্রায় ৩০ লক্ষ টাকা। মণ্ডপে দ্বারকা নগরীর বিভিন্ন চিত্র তুলে ধরা হবে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen