অনুদানের টাকায় নারী সুরক্ষা, অভিনব উদ্যোগ হুগলির এক বারোয়ারি পুজো কমিটির

হুগলির পাণ্ডুয়ার গ্রাম রামেশ্বরপুরের এক অখ্যাত বারোয়ারি পুজো কমিটি অভিনব এক উদ্যোগ নিয়েছে।

September 15, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: হুগলির পাণ্ডুয়ার গ্রাম রামেশ্বরপুরের এক অখ্যাত বারোয়ারি পুজো কমিটি অভিনব এক উদ্যোগ নিয়েছে। রাজ্য সরকারের পুজো অনুদানে তাঁরা গ্রামে নারী নিরাপত্তা সুনিশ্চিত করতে চাইছে। দক্ষিণপাড়া বারোয়ারির উদ্যোগে গ্রামের জনবহুল চারটি মোড়ে চারটি উন্নতমানের সিসি ক্যামেরা বসিয়ে নিরাপত্তা বলয় তৈরি করা হচ্ছে। রাতে কাজ থেকে বাড়ি ফেরা মহিলাদের নিরাপত্তা নিশ্চিত করতে এই উদ্যোগ।

প্রতিবাদ থাকবেই কিন্তু বাস্তবমুখী ভাবনাকে কুর্নিশ জানাচ্ছেন মানুষ। আয়োজকদের থিম নারীশক্তি, থিমের নাম, ‘কন্যারূপেণ সংস্থিতা’। রামেশ্বরপুর দক্ষিণপাড়া বায়োয়ারির প্রচারের আস্ফালন নেই। সমাজমাধ্যমে হইচই নেই। বনেদিয়ানায় ভর করে তারা চলছে। ক্লাব কর্তা জয়ন্তকুমার ঘোষ এক সংবাদ মাধ্যমকে বলেন, ‘টাকা ফেরানোই যায়। কিন্তু তাতে নারী নিরাপত্তার যে দাবি নিয়ে চর্চা হচ্ছে তার হাল ফিরবে? আমাদের মা, বোনেদেরও নিরাপত্তা চাই। তাই অনুদানের টাকায় পুজোয় বাহুল্য না করার সিদ্ধান্ত নিয়েছি। পাশাপাশি তার সঙ্গে আরও টাকাজুড়ে চারটি উন্নতমানের সিসি ক্যামেরা বসাচ্ছি। আমাদের গ্রামের চারটি জনবহুল মোড়ে তা নজরদারি চালাবে। ক্যামেরার সংযোগ থাকবে পাণ্ডুয়া থানাতেও। এটি আমাদের বারোয়ারির নাগরিকদের সিদ্ধান্ত।’

অনুদান প্রত্যাখানের প্রতিবাদী সুর নয়, প্রতিরোধ গড়ে নতুন ভাষ্য রচনা করলেন রামেশ্বরপুর দক্ষিণপাড়া পুজো আয়োজকেরা।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen