দেশ বিভাগে ফিরে যান

বিমান বাহিনীর এক মহিলা আধিকারিককে ধর্ষণে অভিযুক্ত উইং কমান্ডারকে জামিন দিল জম্মু ও কাশ্মীর হাইকোর্ট

September 14, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ভারতীয় বিমান বাহিনীর এক মহিলা আধিকারিককে ধর্ষণ এবং মানসিক নির্যাতনের অভিযুক্ত উইং কমান্ডারকে শুক্রবার আগাম জামিন দিল জম্মু ও কাশ্মীর হাই কোর্ট। সংবাদ সংস্থা সূত্রে জানা গিয়েছে ওই উইং কমান্ডারকে ৫০ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে এবং জম্মু ও কাশ্মীর ছেড়ে না যাওয়ার শর্তে জামিন দিয়েছে আদালত।

জামিনের আবেদন মঞ্জুরের প্রসঙ্গে আদালতের পর্যবেক্ষণ, ‘আবেদনকারী একজন উইং কমান্ডার হিসাবে দায়িত্ব পালন করছেন এবং তাকে গ্রেফতার করা হলে তার খ্যাতি এবং চাকরি ঝুঁকির সম্মুখীন হবে।’

আরজি করে ডাক্তারি ছাত্রীকে কর্মস্থলে ধর্ষণ করে খুনের ঘটনায় আন্দোলিত সমাজ। কলকাতা ছাড়িয়ে দেশ, বিদেশের মাটিতেও অপরাধীদের কঠোরতম শাস্তি এবং নারী সুরক্ষার দাবিতে প্রতিবাদ সংগঠিত হচ্ছে। তখন সহকর্মীকে ধর্ষণে অভিযুক্ত এক ভারতীয় বায়ু সেনা আধিকারিকের আগাম জামিন মঞ্জুরের ঘটনায় শোরগোল তৈরি হয়েছে।

শ্রীনগরে ২০২৩-এ বর্ষ শেষের রাতের পার্টিতে জুনিয়র মহিলা অফিসারকে যৌন হেনস্থার অভিযোগ উঠেছিল বিমান বাহিনীর ওই উইং কমান্ডারের বিরুদ্ধে। ওই মহিলা আধিকারিকের অভিযোগ, পার্টি চলাকালীন তাঁকে নববর্ষের উপহার দেওয়ার জন্য আলাদা একটি ঘরে ডেকে যৌন হেনস্থা করেছিলেন উইং কমান্ডার। গত ৮ সেপ্টেম্বর বুদগাম থানায় আইপিসি ৩৭৬(২) ধারায় তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়।

প্রথমে ওই ঘটনায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানালে নাম কা ওয়াস্তে অভিযুক্তর বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হয় বলে অভিযোগ। দীর্ঘ সময় ধরে এই তদন্ত চলছিল। বলা হচ্ছিল প্রত্যক্ষদর্শীর অভাবে তদন্ত গতি পাচ্ছিল না। তার পরই বাধ্য হয়ে বিমান বাহিনীর ওই মহিলা আধিকারিক উইং কমান্ডারের বিরুদ্ধে থানায় অভিযোগ করেন। এরপরই আগাম জামিন চেয়ে জম্মু ও কাশ্মীর হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভিযুক্ত সেনা আধিকারিক।

TwitterFacebookWhatsAppEmailShare

#Jammu & kashmir high court

আরো দেখুন