দেশ বিভাগে ফিরে যান

ছাতা মাথায় কচিকাঁচাদের পঠনপাঠন, যোগীরাজ্যে জল থই থই শ্রেণিকক্ষ

September 15, 2024 | < 1 min read

ছাতা মাথায় কচিকাঁচাদের পঠনপাঠন, যোগীরাজ্যে জল থই থই শ্রেণিকক্ষ

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ছাদ থেকেও ছাদ নেই! ক্লাস রুমে ছাতা মাথায় চলছে শিক্ষার পাঠ। জল থই থই শ্রেণিকক্ষ। পড়ুয়া থেকে শিক্ষক সকলের মাথাতেই ছাতা। যোগীরাজ্যের প্রাথমিক স্কুলের বেহাল দশা প্রকাশ্যে আসতেই দুর্নীতির অভিযোগ উঠছে। বইছে সমালোচনার ঝড়।

উত্তরপ্রদেশের বাগপত জেলার রটৌলের প্রাথমিক স্কুলের এমন দৃশ্য ধরা পড়েছে। ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, ক্লাসরুমে ছাতা মাথায় দিয়ে বসে রয়েছে পড়ুয়ারা। অঝোরে বৃষ্টি পড়ে যাচ্ছে। ক্লাসরুমের ছাদ ফেটে চৌচির, চুঁইয়ে পড়ছে জল।

আরও পড়ুন: উত্তরপ্রদেশে ভেঙে পড়ল বহুতল, চাপা পড়ে মৃত শিশু-সহ ১০

স্কুলের প্রধান শিক্ষিকার দাবি, ক্লাসরুমগুলির বেহাল অবস্থার কথা বহুবার আধিকারিকদের জানানো হয়েছে। কিন্তু কোনও পদক্ষেপ করা হয়নি। আশেপাশের একাধিক স্কুলের একই অবস্থা। বাধ্য হয়েই ক্লাসরুমে ছাতা নিয়ে বসতে হয় পড়ুয়াদের। যেকোনও মুহূর্তে ছাদ ভেঙে পড়তে পারে। প্রাণ হাতে নিয়ে চলছে পঠনপাঠন।

TwitterFacebookWhatsAppEmailShare

#water, #Uttar Pradesh, #yogi adityanath, #water leakage, #School

আরো দেখুন