দেশ বিভাগে ফিরে যান

‘জ্ঞানবাপী আসলে শিবের মন্দির’, যোগীর দাবি ঘিরে তুঙ্গে বিতর্ক

September 15, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: জ্ঞানবাপী মন্দির না-কি মসজিদ? সুদীর্ঘকাল যাবৎ এ বিতর্ক চলছে। হিন্দুদের দাবি, জ্ঞানবাপী আদপে নাকি মন্দির ছিল। সপ্তদশ শতকে তা ভেঙে মসজিদ করা হয়। তা নিয়ে এখন আদালতে মামলা চলছে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বিতর্ক আরও উস্কে দিলেন। শনিবার গোরক্ষপুরে সরকারি অনুষ্ঠান মঞ্চ থেকে তাঁর দাবি, “জ্ঞানবাপী আসলে শিবের মন্দির। অথচ কী দুর্ভাগ্য, লোকজনের কাছে তা মসজিদ হিসেবে পরিচিত হয়েছে। কিন্তু জ্ঞানবাপী সাক্ষাৎ বাবা বিশ্বনাথ।”

গত কয়েক বছর ধরে জ্ঞানবাপীকে কেন্দ্র করে সুপ্রিম কোর্ট-সহ একাধিক আদালতে আইনি লড়াই চলছে। বিচারাধীন বিষয় নিয়ে মুখ্যমন্ত্রীর মন্তব্যকে কেন্দ্র করে তীব্র বিতর্ক রয়েছে। রাজনৈতিক মহলের মতে, লোকসভা ভোটে ধাক্কা খাওয়ার পর হিন্দুত্বের রাজনীতিকেই আঁকড়ে ধরেছেন যোগী।

আরও পড়ুন: উত্তরপ্রদেশে ভেঙে পড়ল বহুতল, চাপা পড়ে মৃত শিশু-সহ ১০

চলতি বছরের ফেব্রুয়ারিতে বারাণসীর এক আদালত জ্ঞানবাপী মসজিদের ভিতরের বন্ধ অংশে হিন্দু ভক্তদের উপাসনার অনুমতি দেয়। আদালতের নির্দেশে সেখানে পূজার্চনা শুরু করেন তাঁরা। চলতি সপ্তাহের শুরুর দিকে হিন্দুপক্ষ বারাণসীর আদালতে আর্জি জানায়। ভারতীয় প্রত্নতাত্ত্বিক বিভাগকে দিয়ে জ্ঞানবাপী চত্বর খননের অনুমতি নেওয়ার অনুরোধ জানানো হয়েছে। আগামী ১৮ সেপ্টেম্বর আর্জির শুনানি হবে। তার আগে বিচারাধীন বিষয় নিয়ে মুখ্যমন্ত্রীর মন্তব্যে চাঞ্চল্য ছড়িয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Uttar Pradesh, #yogi adityanath, #gyanvapi masjid

আরো দেখুন