কলকাতা বিভাগে ফিরে যান

প্রাকপুজোর চেনা ছবি, বৃষ্টি উপেক্ষা করে ভিড় রবিবারের হাতিবাগান, নিউ মার্কেট, গড়িয়াহাটে

September 16, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আস্তে আস্তে উৎসবের মেজাজ ধরা দিচ্ছে শহরের বুকে। পুজোর বাজারে জনজোয়ার দেখা গেল রবিবার। বৃষ্টি উপেক্ষা করে পুজোর কেনাকাটা সারতে নেমে পড়লেন হাজার হাজার মানুষ। হাতিবাগান, নিউ মার্কেট, গড়িয়াহাটে ছাতা মাথায় নিয়ে ভিড় জমালেন ক্রেতারা। আজ ও কাল সরকারি ছুটি। পুজোর আগে আরও কয়েকটি ‘উইক-এন্ড’ রয়েছে। ব্যবসায়ীরা বলছেন, এহেন প্রবণতা বজায় থাকলে খামতি পূরণ হয়ে যাবে।

মিটিং, সভা, ধর্ণা, মিছিল আছেই, প্রতিবাদের নামে ‘পুজো বয়কট’, ‘উৎসব বয়কট’ ইত্যাদি নানা বিভ্রান্তিকর বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে। হকাররা মনে করছেন, এসবের কিছুটা হলেও প্রভাব পড়েছে। শুক্রবার থেকে শুরু হয়েছে বৃষ্টি। ব্যবসায়ীদের কপালের ভাঁজ চওড়া হচ্ছিল কিন্তু রবিবারের বৃষ্টিবিঘ্নিত বিকেলে ভিড় দেখে হাসি ফুটেছে সকলের মুখে।

মিটিং, মিছিলে হাতিবাগানের ব্যবসায়ীরা চিন্তায় পড়েছিলেন। পুজোর বাজারে শুরুতেই একটা ধাক্কা লেগেছিল। শনিবার ও রবিবার, দুর্যোগের মধ্যেও বিক্রিবাটা ভালোই হয়েছে। ব্যবসায়ীদের আশা, পরবর্তী ছুটির দিনগুলোয় ভিড় আরও বাড়বে। বিকেলে নিউ মার্কেটে পুজোর বাজারের পরিচিত ভিড় চোখে পড়েছে। নিউ মার্কেটের ব্যবসায়ীরা বলছেন, পুজো যত এগিয়ে আসবে, বাজার তত ভাল হবে। গড়িয়াহাটে কেনাকাটার ভিড় কিছুটা হাল্কা ছিল। ব্যবসায়ীরা ক্ষোভের সুরে বলছেন, হাজার হাজার ব্যবসায়ীর কথাও একটু মাথায় রাখা দরকার।

TwitterFacebookWhatsAppEmailShare

#Gariahat, #Crowds, #Pre-Puja, #New Market, #Hatibagan

আরো দেখুন