রাজ্য বিভাগে ফিরে যান

দীঘা-মন্দারমণিতে পুজোর ভিড় সামলাতে অতিরিক্ত বাস চালাবে এসবিএসটিসি

September 16, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: পুজোয় জনজোয়ারের চেহারা নেবে দীঘা, মন্দারমণি। তাই যাতায়াতের সুবিধার্থে অতিরিক্ত বাস নামাচ্ছে এসবিএসটিসি। মহালয়ার সময় থেকেই অতিরিক্ত বাস চালানো শুরু হবে। লক্ষ্মীপুজো পর্যন্ত এই সার্ভিস চলবে। পুজোর মরশুমে পর্যটকদের সুবিধার কথা মাথায় রেখেই এসবিএসটিসি কর্তৃপক্ষের এই সিদ্ধান্ত।

এই মুহূর্তে বিভিন্ন ডিপো থেকে দীঘায় দৈনিক ৪০-৪৫টি সরকারি বাস চলাচল করে। পুজোর সময় এই সংখ্যাটা ৫৫থেকে ৬০টি করা হবে। দীঘা লাইনে অধিকাংশ দিন ট্রেন সময়মতো চলছে না। এক্সপ্রেস থেকে লোকাল সবেতেই এই সমস্যায় ভুক্তভোগী পর্যটকরা। তাছাড়া, পুজোর মরশুমে দূরপাল্লার ট্রেনের কনফার্ম টিকিটও মিলছে না। যে কারণে তাঁরা সড়ক পথে যাতায়াতে বেশি গুরুত্ব দিচ্ছেন। পুজোর মরশুমে ছুটিতে প্রতিবছর দীঘায় পর্যটকদের ভিড় উপচে পড়ে। এবছরও ভিড়ের আগাম আভাস মিলছে। উৎসব মরশুমে দীঘায় পর্যটকদের পরিবহণের যাতে সমস্যা না হয় সেজন্য অন্য ডিপো থেকে বাস তুলে দীঘা-কলকাতা রুটে চালাবে এসবিএসটিসি। পুজোর মরশুমে প্রতিবছর বাড়তি রোজগার করে এসবিএসটিসি। এবারও তার অন্যথা হবে না।

দঙ্গিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার দীঘার ডিপো ইন-চার্জ সোমনাথ ঘোষ বলেন, পুজোর সময় দীঘায় পর্যটকদের ঢল নামে। অতিরিক্ত কয়েক হাজার পর্যটক সমাগম হয়। তাঁদের যাতায়াতের সুবিধার বাড়তি বাস চালানো হবে। মহালয়ার সময় থেকেই এটা শুরু হচ্ছে। লক্ষ্মীপুজো পর্যন্ত এই সার্ভিস চালু থাকবে। দীঘা-শঙ্করপুর হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক বিপ্রদাস চক্রবর্তী বলেন, পুজোর মরশুমে বুকিংয়ের জন্য ভালো সাড়া মিলছে। হোটেলের ঘর পাওয়া যাবে কি না প্রায়ই ফোন আসছে। আগামী ২৫সেপ্টেম্বর থেকেই পুজোর বুকিং পুরোদমে শুরু হবে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Digha, #durga puja, #Mandarmani, #buses, #SBSTC

আরো দেখুন