গাড়ুই গ্রামের আদি দুর্গামন্দিরের পুজো পারিবারিক থেকে কীভাবে হয়ে উঠল সর্বজনীন?
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আসানসোলের গাড়ুই গ্রামে বোধনের দিন থেকে শুরু হয় দুর্গাপুজো। জোরকদমে প্রস্তুতি চলছে। আদি দুর্গামন্দিরের পুজো পারিবারিক হলেও, এখন তা সর্বজনীন রূপ নিয়েছে। এ পুজোর নানা বিশেষত্ব। মায়ের বোধনের দিন থেকে এই মন্দিরে দুর্গাপুজো শুরু হয়। পুকুরের জল এনে ঠাকুর দালানে ঘট প্রতিষ্ঠা করে পুজো শুরু হয়। সপ্তমী থেকে শুরু হয় প্রতিমা পুজো।
মন্দিরে অষ্টধাতুর মা দুর্গার মূর্তি রয়েছে। প্রতিদিন দেবীর নিত্যপুজো হয়। কয়েকশো বছরের পুরনো এই দুর্গাপুজো। আগে পুজো অন্যত্র হত। পরে দান করা জমিতে মন্দির গড়ে ওঠে। মা অত্যন্ত জাগ্রত। দূর দূরান্ত থেকে মানুষ মায়ের কাছে নানা ইচ্ছে নিয়ে আসেন। মনের ইচ্ছে মা পূরণ করেন। ১৫ দিন ধরে পুজো হয়। এই মন্দিরে দুর্গোৎসব চার দিনের নয়, ১৫ দিনের। পুজোর প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। ফি বছরে সন্ধিক্ষণে মায়ের হাত থেকে অস্ত্র পড়ে। প্রতিবার এই ঘটনা ঘটে।