রাজ্য বিভাগে ফিরে যান

মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনার পরও কর্মবিরতি তুলে নেওয়ার সিদ্ধান্ত নিল না ডাক্তারর

September 17, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: সোমবার রাতে আন্দোলনরত ডাক্তারদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘আপনারা প্লিজ় কাজে ফিরুন। বলেছি জুনিয়র ডাক্তারদের। বলেছি, আপনাদের তিনটে দাবি মেনে নিয়েছি। দায়বদ্ধতা দুই পক্ষেরই। অনেক মানুষ মারা যাচ্ছেন। মানুষের কাছে ডাক্তার ভগবান। তাই আপনারা কাজে ফিরুন।’’ মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘‘বিচার প্রক্রিয়া নিয়ে কোনও কথা বলব না। আমার বিনীত আবেদন জুনিয়র ডাক্তারদের কাছে, আমরা আপনাদের তিনটি দাবি মেনে নিয়েছি। সাধারণ মানুষের ভুক্তভোগী হওয়া সমীচীন নয়। এখন ডেঙ্গি, ম্যালেরিয়া হচ্ছে। বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে কোথাও কোথাও। আগামী দু’-তিন দিন গুরুত্বপূর্ণ। ঝাড়খণ্ড থেকে জল ছাড়ার পর সমস্যার সৃষ্টি হতে পারে। সরকারের তরফে নজর রাখা হচ্ছে।’’

কিন্তু বিক্ষোভস্থলে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ডাক্তাররা বলেন, “আশ্বাস বাস্তবায়িত না হওয়া পর্যন্ত ধর্না বিক্ষোভ, কর্মবিরতি নিয়ে কোনও সিদ্ধান্ত নেব না । সুপ্রিম কোর্টের শুনানির পর আমরা আলোচনায় বসে সিদ্ধান্ত নেব। ”

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #Strike, #Mamata Banerjee, #doctors, #junior doctors

আরো দেখুন