তৃণমূলের মুখপত্র জাগো বাংলা-র সম্পাদক পদ থেকে ইস্তফা দিলেন সাংসদ সুখেন্দু শেখর 

সোমবার রাতে কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে জুনিয়র ডাক্তারদের বৈঠকের পর তিনি জানান, বাকিদের মতো তিনিও ‘খুশি’ হয়েছেন।

September 17, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi
তৃণমূলের মুখপত্র জাগো বাংলা-র সম্পাদক পদ থেকে ইস্তফা দিলেন সাংসদ সুখেন্দু শেখর 

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: তৃণমূল কংগ্রেসের মুখপত্র জাগো বাংলা-র সম্পাদক পদ থেকে ইস্তফা দিলেন ‘বিদ্রোহী’ রাজ্যসভার সাংসদ সুখেন্দুশেখর রায়। আরজি কর কাণ্ডে প্রথম থেকেই সরব ছিলেন। তৃনমুল কংগ্রেসের অধিকাংশ কর্মী সমর্থক তাঁর এই পার্টি লাইন বিরোধী পোস্টে ক্ষুব্ধ ছিলেন বলেই জানা যাচ্ছে।

সোমবার রাতে কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে জুনিয়র ডাক্তারদের বৈঠকের পর তিনি জানান, বাকিদের মতো তিনিও ‘খুশি’ হয়েছেন। টুইটার পেজে সুখেন্দু লিখেছেন, “আমার ২টো দাবি ছিল: আরজি কর হাসপাতাল ও কলকাত পুলিশের দুই শীর্ষ প্রধানকে সিবিআই হেফাজতে নিয়ে জেরা করুক। জুনিয়র ডাক্তার এবং লক্ষাধিক মানুষের আন্দোলনের চাপে তা অনেকটাই পূরণ হয়েছে। কলকাতা পুলিশ এখন যথেষ্ট চাপে।

সবার মতো আমিও খুশি। সত্যমেব জয়তে।” মঙ্গলবার সকালে জাগো বাংলা মুখপত্রের সম্পাদক পদ থেকে ইস্তফা দেন তৃণমূল সাংসদ । সুখেন্দুশেখর জানান, আজ থেকে এই সংবাদপত্রের কোনও এডিশনেই সম্পাদক হিসেবে তাঁর নাম ব্যবহার করা যাবে না। তেমনটা হলে তার ফল ভাল হবে না‌ বলেও জানান তিনি।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন