এবারও হাওড়ার গ্রামীণ এলাকায় থিমের পুজো দর্শনার্থীদের নজর কাড়বে বাগনান

বাগনানের খালোড় শিশু সঙ্ঘ এ বছর ৪৬ বছরে পা দিল। ১৩ লক্ষ টাকা পুজোর বাজেট তাদের। তারা এবার বাংলার লোকশিল্পকে তুলে ধরছে থিমের মাধ্যমে।

September 17, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: হাওড়ার গ্রামীণ এলাকায় যে ক’টি জায়গায় থিমের পুজো দর্শনার্থীদের নজর কাড়ে তার মধ্যে বাগনান হল অন্যতম। গত কয়েক বছর ধরে রীতিমত শহরের পুজোকে টেক্কা দিচ্ছে এখানকার পুজোগুলি। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না।

বাগনানের খালোড় শিশু সঙ্ঘ এ বছর ৪৬ বছরে পা দিল। ১৩ লক্ষ টাকা পুজোর বাজেট তাদের। তারা এবার বাংলার লোকশিল্পকে তুলে ধরছে থিমের মাধ্যমে। পুজো কমিটির সভাপতি সমীর সামন্ত জানান, ‘দর্শনার্থীরা আসার পর গ্রামবাংলার বিভিন্ন লোকশিল্পের সঙ্গে পরিচিত হতে পারবেন। মণ্ডপ শুধু নয় প্রতিমাতেও চমক থাকছে।’ গতবারের মত এবারও প্রতিমা বানাচ্ছেন পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত সনাতন রুদ্র পাল। এর পাশাপাশি খালোড় দক্ষিণ পল্লির দুর্গোৎসব নিয়েও চর্চা হয়। এবার এই পুজো ৫৯ বর্ষে পদার্পন করল। তাদের বাজেট সাত লক্ষ টাকা। এবারের থিম, শৈশবের নানা ধরনের জিনিসপত্র। পুজো কমিটির সদস্য রবি বোস জানান, ‘শৈশবে পড়াশোনার চাপে শিশুদের কি অবস্থা হয় সেটা তুলে ধরা হচ্ছে।’ প্রতিমা তৈরি করছেন শিল্পী রাখাল পাল। এছা‌‌ড়া বাগনান খালোড় মহাপ্রভু স্পোটিং সঙ্ঘের এবারের থিম তন্ত্র শুধুই মন্ত্র নয়। ৩৪ বছরে পা দিল এই পুজো।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen