← বিবিধ বিভাগে ফিরে যান
মাদার টেরেজার যে উক্তিগুলি অনুপ্রেরণা জুগিয়েছে গোটা বিশ্বকে
গরীব-আর্ত ও সর্বহারাদের সেবায় নিজেকে শেষ দিন পর্যন্ত নিয়োজিত করেছিলেন। তিনি মাদার টেরেজা। সকলে তাঁকে ঈশ্বরের দূত মনে করতেন। যাদের সমাজে কোনো স্থান ছিলনা, তাদের সযত্নে নিজের কোলে আশ্রয় দিয়েছিলেন আলবেনিয়া থেকে ভারতে আসা এই মহিয়সী।
জেনে নিন মাদার টেরেজার এমন কিছু উক্তি, যা আপনার জীবন দর্শনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারেঃ
- ছোট বিষয়ে বিশ্বস্ত হও কারণ এর উপরেই তোমার শক্তি নির্ভর করে।
- আমি ঈশ্বরের হাতের একটি ছোট পেন্সিল যা দ্বারা ঈশ্বর পৃথিবীতে ভালবাসার চিঠি লিখছেন।
- আসুন আমরা সবাই মিলে প্রার্থনা করি। প্রভু, আমাদের যোগ্য করো, যেন আমরা সারা পৃথিবীতে যেসব মানুষ দারিদ্র্যের মধ্যে ক্ষুধার মধ্যে জীবন যাপন করেন, মৃত্যুমুখে পতিত হন, তাদের সেবা করতে পারি।
- কেবল সেবা নয়, মানুষকে দাও তোমার হৃদয়। হৃদয়বিহীন সেবা নয়, তারা চায় তোমার অন্তরের স্পর্শ।
- আনন্দই প্রার্থনা, আনন্দই শক্তি, আনন্দই ভালবাসা।
- হৃদয়কে স্পর্শ করতে চায় নীরবতা। কলরবের আড়ালে নীরবেই পৌঁছাতে হয় আর্তের কাছে।
- তুমি যখন কারো সঙ্গে দেখা করো তখন হাসিমুখ নিয়েই তার সামনে যাও, কেননা হাস্যোজ্জ্বল মুখ হল ভালবাসার শুরু।
- ভালবাসার কথাগুলো হয়তো খুব সংক্ষিপ্ত হতে পারে কিন্তু এর প্রতিধ্বনি কখনো শেষ হয় না।
- তুমি যদি মানুষকে বিচার করতে যাও তাহলে ভালবাসার সময় পাবে না।