রাজ্য বিভাগে ফিরে যান

নয়া সম্পাদক পেল তৃণমূল কংগ্রেসের দলীয় মুখপত্র ‘জাগো বাংলা’, দায়িত্ব পেলেন কে?

September 18, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: তৃণমূলের দলীয় মুখপত্র ‘জাগো বাংলা’র সম্পাদক হচ্ছেন রাজ্যের অন্যতম প্রবীণ মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। সোমবার রাতে জাগো বাংলার সম্পাদক পদ থেকে ইস্তফা দেন সাংসদ সুখেন্দুশেখর রায়।
শোভনদেব রাজ্যের কৃষি দপ্তর ও বিধানসভার পরিষদীয় দপ্তরের মন্ত্রী। তিনি নিয়মিত দলীয় মুখপত্রে লেখেন। তাঁর নিজের লেখা একাধিক বইও রয়েছে। বিরোধীদের জবাব দিতে হোক, ভোট বা অন্য ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করতে বারবার তথ্যসমৃদ্ধ লেখা লিখেছে তাঁর কলম।

সুখেন্দুশেখর রায় সোমবার রাতে ‘জাগো বাংলা’র সম্পাদক পদ থেকে ইস্তফা দেন। দলের মুখপত্রের সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত ছিলেন সুখেন্দুশেখর রায়। সাম্প্রতিক সময়ে সুখেন্দু ক্রমশ দলের অস্বস্তি বাড়াচ্ছিলেন। সোমবার রাতে জুনিয়র ডাক্তার ও মুখ্যমন্ত্রীর বৈঠক ফলপ্রসূ হওয়ার পরে সোশাল মিডিয়া আন্দোলনের সাফল্যের কথা উল্লেখ করে তিনি লিখেছিলেন ‘সত্যমেব জয়তে’। এরপরই ইস্তফা দেন তিনি।

TwitterFacebookWhatsAppEmailShare

#tmc, #sovandeb chatterjee, #Jago Bangla, #Editor

আরো দেখুন