উদ্দাম নাচ আন্দোলনরত চিকিৎসকদের, কর্মবিরতির উদ্দেশ্য স্মরণ করালেন সঙ্গীতশিল্পী সুরজিৎ
নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: আন্দোলনে বসেছেন জুনিয়র চিকিৎসকেরা, সেখানে রীতিমতো হর্ষ-উল্লাসের পরিবেশ। সেলফি, স্লোগান, রিল, এলাহী খাওয়া-দাওয়ায় আন্দোলন চলছে। ১৬ সেপ্টেম্বর, সোমবার মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়িতে জুনিয়র ডাক্তারদের দীর্ঘ বৈঠক হয়। আন্দোলনকারী চিকিৎসকদের ৫ দফা দাবির মধ্যে প্রায় সবই মেনে নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরেও নতুন দাবি তুলে, আন্দোলন চলবে বলে সাফ জানিয়েছেন জুনিয়র ডাক্তাররা।
অন্যদিকে, মুখ্যমন্ত্রী বেশকিছু দাবি মেনে নিতেই উচ্ছ্বাসে ফেটে পড়েন স্বাস্থ্যভবনের সামনে আনন্দোলনরত কিছু জুনিয়র ডাক্তার। রীতিমতো উল্লাস করে নাচতে দেখা যায় আন্দোলনকারীদের। উদ্দাম নৃত্য মোটেও ভালোভাবে নিতে পারছেন না কিছু মানুষ। আন্দোলনকারীদের একাংশের উল্লাসের কড়া সমালোচনা করলেন গায়ক সুরজিৎ চট্টোপাধ্যায়।
সমাজ মাধ্যমে সুরজিৎ লেখেন, “সবাইকে দোষ দিচ্ছি না। তবে অন্তত এই কিছুজন একেবারেই ভুলে গিয়েছেন যে এই প্রতিবাদ কোথা থেকে শুরু হয়েছিল… এটা একটা নৃশংস ধর্ষণ ও খুন…।”