দেবী গুপ্তমণিকে তুষ্ট করতে পারলে পূরণ হবে মনস্কামনা

নিত্যদিন পুজো পেতে চান। একটি মরা কারি গাছের তলায় মাটি খুঁড়ে পাথরের নীচে শিলাময়ী মূর্তি খুঁজে পান নন্দ।

September 19, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: দেবী গুপ্তমণিকে তুষ্ট করতে পারলেই মনস্কামনা পূরণ হবে। ভক্তরা এই বিশ্বাসে আজও পুজো দেন। ঝাড়গ্রাম থেকে প্রায় ২৬ কিমি দূরে রাজবাঁধে অবস্থিত দেবী গুপ্তমণির মন্দির।

জনশ্রুতি অনুযায়ী, স্বপ্নাদেশ পেয়ে গড়ে উঠেছিল এই মন্দির। আনুমানিক ১২৭২ বঙ্গাব্দে ঝাড়গ্রামের রাজা রঘুনাথ মল্ল-উগাল-ষণ্ডদেবের প্রিয় হাতি নিখোঁজ হয়ে গিয়েছিল। অনেক খোঁজার পাওয়া তাকে। রাজা স্বপ্নে দেখেন, এক কিশোরী তাঁকে এসে বলছে শুকনিবাসার গভীর জঙ্গলের মাঝে হাতিটিকে পাওয়া যাবে। পরদিন সেখানেই দেখতে পায় রাজার প্রিয় পোষ্যকে। শোনা যায়, সেই রাতেই শুকনিবাসা গ্রামে শবর সম্প্রদায়ের নন্দ ভক্তা স্বপ্নাদেশ পান। স্বপ্নে দেবী জানান, জঙ্গলের মাটির তলায় গুপ্ত অবস্থানে রয়েছেন তিনি। নিত্যদিন পুজো পেতে চান। একটি মরা কারি গাছের তলায় মাটি খুঁড়ে পাথরের নীচে শিলাময়ী মূর্তি খুঁজে পান নন্দ।

দেবীকে বুনো ফল আর ফুল দিয়ে প্রতিষ্ঠা করা হয়। গুপ্ত অবস্থায় থাকার জন্য দেবীর নাম হয় গুপ্তমণি। পুজো হয়ে আসছে সেখানেই। শবরদের আরাধ্যা দেবী হলেও দুর্গারূপে পূজিত হন গুপ্তমণি।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen